শিরোনাম |
ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে আবারও অভিযানে ১ গেরিলা নিহত
নিজস্ব প্রতিবেদক :
|
উত্তর বস্তার এবং মাঢ় ডিভিশনের সীমানায় অবুঝমাঢ়ের জঙ্গলের দুর্গম এলাকায় কেন্দ্রীয় বাহিনী বিএসএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ এবং " ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড) বাহিনীর যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে বলে পুলিশের দাবি। এনিয়ে গত ১ মাসের অভিযানে বস্তার ডিভিশনে সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি সহ মোট ৩৪ জন গেরিলার মৃত্যু হল। |