বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০২:২৮ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ       বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত      
রাজধানীতে গ্রেফতার মঠবাড়িয়ার আওয়ামী লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 4 February, 2025
রাজধানীতে গ্রেফতার মঠবাড়িয়ার আওয়ামী লীগ নেতা
রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন-কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে কলাবাগান ও মঠবাড়িয়া থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম নিশ্চিত করেছেন যে, গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে সোহেল হাওলাদার নামের এক ব্যক্তি রিপনের বিরুদ্ধে একটি নাশকতা মামলা দায়ের করেন (মামলা নম্বর - ১৬)। সেই মামলার ভিত্তিতেই এই গ্রেফতার।


মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিক জানান, দীর্ঘদিন ধরে মামলার তদন্ত চলছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গ্রীন রোডে তার অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন মামলার তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য রফিকুল ইসলাম রিপন-কে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

রফিকুল ইসলাম রিপন দীর্ঘদিন ধরে মঠবাড়িয়ায় আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে আত্মগোপনে ছিলো তিনি।ইতোমধ্যে দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা, মন্ত্রী, সংসদ সদস্যসহ জেলা উপজেলার নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হয়েছে এবং অনেকে গ্রেফতারও হয়েছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণকণ্ঠকে জানান, কলাবাগান ও মঠবাড়িয়া থানার যৌথ অভিযানে রাজধানীর গ্রীন রোড থেকে রফিকুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com