শিরোনাম |
যেই মাইলফলকে মেসি-রোনালদোকে ছাপিয়ে অনন্য হল্যান্ড
নিজস্ব প্রতিবেদক :
|
![]() সিটির চরম দুঃসময়েও এই নরওয়েজিয়ান তারকা জালের দেখা পেয়ে গেছেন নিয়মিত। এমিরেটস স্টেডিয়ামে গতকাল রাতে আর্সেনালের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার সিটি। ব্লুজদের লজ্জার হারের দিনে একমাত্র গোলটি এসেছে হল্যান্ডের পা থেকে আর এই গোলেই একটি তালিকায় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেদের পেছনে ফেলেছেন সিটির ২৪ বছর বয়সী স্ট্রাইকার। তালিকাটি হলো ক্লাব ফুটবলে মূল দলের হয়ে দ্রুততম ২৫০ গোলের তালিকা। ক্লাব ক্যারিয়ারে ৩১৩তম ম্যাচে এসে ২৫০তম গোলের দেখা পেলেন হলান্ড, আর্সেনালের বিপক্ষে গোলটি দিয়ে। এ তালিকায় এত দিন দ্রুততম ছিলেন মেসি। ৩২৭ ম্যাচে ২৫০তম গোলের দেখা পান বার্সেলোনা ও পিএসজি মাতানো ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন কিংবদন্তি। তৃতীয় এমবাপ্পে একই মাইলফলকের দেখা পেয়েছেন ৩৩২ ম্যাচে। দ্রুততম ২৫০ গোলের তালিকায় শুধু এই তিন খেলোয়াড়ই সাড়ে তিন শ ম্যাচের মধ্যে মাইলফলকটির দেখা পেয়েছেন। এ তালিকায় চতুর্থ যিনি, বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইনের লেগেছে ৪৩০ ম্যাচ। পঞ্চম ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছে ৪৫১ ম্যাচ |