শিরোনাম |
রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ ১১ বছরের সুবা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() জানা গেছে রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় ৬টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে হারিয়ে যায় সে। নিখোঁজ সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, আমি ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করা লঞ্চে চাকরি করি। গত দুই মাস আগে আমার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। মোহাম্মদপুরের তাজমহল রোডে আমার বোনের বাসায় থেকে স্ত্রীর চিকিৎসা করাচ্ছিলাম। আমাদের একমাত্র মেয়ে আরাবি ইসলাম সুবা রোববার সন্ধ্যায় আমার বোনের ছেলের সঙ্গে বাইরে যায়। তারা দুজনে কৃষি মার্কেট এলকার প্রিন্স বাজারের সামনে রাস্তা পার হতে গিয়ে সুবার ফুফাতো ভাই একটি গাড়ি ক্রস করে সামনে চলে যায়। পরর্বতীতে সে পিছনে তাকিয়ে দেখতে পায় সুবা নেই। পরে সে আশেপাশে খোঁজাখুজি করে না পেয়ে বাসায় গিয়ে আমাদের জানায়। আমরা এসে ঘটনাস্থলের আশেপাশে খোঁজাখুজি করে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি। ১১ বছর বয়সী স্কুল ছাত্রী নিখোঁজের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, গতকাল বিষয়টি জানার পর আমাদের এক অফিসার ঘটনাস্থলে গিয়েছে। তবে যেস্থানের কথা বলছে, সেটি আদাবর থানারও আওতাধীন। তারপরেও আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। |