শিরোনাম |
বইমেলায় চমক হিমেল চন্দ্র রায়ের নৈঃশব্দ্য কারাগার
নিজস্ব প্রতিবেদক :
|
![]() এই তরুণ লেখকের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়। সৃষ্টিশীল কল্পনার জগৎকে জীবন বাস্তবতার আলোকে ফুটিয়ে তিনি রচনা করেছেন তার এই সুখপাঠ্য কাব্যখানি। মোট ৬৪ টা কবিতা এখানে স্বরোচিত আছে। এই কাব্যগ্রন্থের ভাবার্থ ও ব্যাবহৃত উচ্চমানের শব্দগুলো অবশ্যই পাঠককে আনন্দিত ও জ্ঞান বিস্তৃতি বাড়াতে সাহায্য করবে বলে দাবি তরুণ এই লেখকের। |