বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০২:২৩ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ       বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত      
বিয়ন্সেকে টপকে কেনড্রিক লামার রেকর্ড জয়; গুরুত্বপূর্ণ বিভাগে পুরষ্কার জিতলেন যারা বিয়ন্সেকে টপকে কেনড্রিক লামার রেকর্ড জয়; গুরুত্বপূর্ণ বিভাগে পুরষ্কার জিতলেন যারা বিয়ন্সেকে টপকে কেনড্রিক লামার রেকর্ড জয়; গুরুত্বপূর্ণ বিভাগে পুরষ্কার জিতলেন যারা
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 3 February, 2025
বিয়ন্সেকে টপকে কেনড্রিক লামার রেকর্ড জয়; গুরুত্বপূর্ণ বিভাগে পুরষ্কার জিতলেন যারা

বিয়ন্সেকে টপকে কেনড্রিক লামার রেকর্ড জয়; গুরুত্বপূর্ণ বিভাগে পুরষ্কার জিতলেন যারা

বিয়ন্সেকে টপকে কেনড্রিক লামার রেকর্ড জয়; গুরুত্বপূর্ণ বিভাগে পুরষ্কার জিতলেন যারা

ইতিপূর্বেই ৩২তম গ্র্যামি জয়ের রেকর্ডটা অর্জন করেছিলেন তিনি, এমনকি সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও বাগিয়ে নিয়েছিলেন বিয়ন্সে। তাছাড়া ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন বিশ্ব আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনের এই মহাতারকা। ফলশ্রুতিতে স্বাভাবিকভাবেই সবার চোখ ছিল বিয়ন্সের দিকে। কিন্তু না, মূল পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে টপকে গেলেন কেনড্রিক লামার। যদিও তাতে বিয়ন্সের রেকর্ড আটকায়নি।মহা আয়োজনে গতকাল রাতে (বাংলাদেশ সময় আজ সকাল) আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। যেখানে গ্র্যামির লাল গালিচায় আরও আলোচনায় ছিলেন টেইলর সুইফট, সিনথিয়া অ্যারিবো, লেডি গাগা, শাকিরা।

 
এছাড়া গত বছর আলোচনায় ছিলেন তরুণ গায়িকা চ্যাপেল রোন। ২৬ বছর বয়সী এই গায়িকা এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন, গ্র্যামিতে ছয় বিভাগে মনোনয়ন পেয়ে চমকে দিয়েছেন। এ ছাড়া জায়গা পেয়েছেন বিবিসির করা ‘সাউন্ড অব ২০২৫’-এর তালিকায়। পেয়েছিলেন গ্র্যামি সেরা নবীন শিল্পী বিভাগের মনোনয়ন। কিন্তু সাবরিনা কার্পেন্টার, টেডি সুইমসের মতো শিল্পীদের পেছনে ফেলে পুরস্কার জিতেছেন রোন। 

এদিকে চ্যাপেলের মতো আরেক আলোচিত তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার। গত বছর ভক্তরা বুঁদ হয়ে ছিলেন তার ‘এক্সপ্রেসো’ গানে। এ গানের জন্য গ্র্যামিতে বেস্ট পপ সোলো পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন সাবরিনা। এটা ছাড়াও ‘শর্ট অ্যান্ড সুইট’ অ্যালবামের জন্য বেস্ট পপ ভোকাল অ্যালবাম পুরস্কারও উঠেছে সাবরিনার হাতে। অন্যদিকে আলোচিত সিঙ্গেল ‘ডাই উইথ আ স্মাইল’-এর জন্য বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন লেডি গাগা ও ব্রুনো মার্স।

যদিও অনেকেই ধারণা করেছিলেন সং অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার বিভাগগুলোতে বিয়ন্সে, টেলর সুইফট অথবা চার্লি এক্সসিএক্স বাজিমাত করবেন। তবে সবাইকে হতাশ করে চমক দেখালেন কেনড্রিক লামার। তরুণ এই র‌্যাপার ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার।
তাছাড়া একই গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কারও জিতেছেন তিনি। সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতেছেন লামার।


২০২৪ সালের ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম ছিল। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে লোকসংগীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ নানা ধরনের গান শুনে বড় হয়েছেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেই সব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে। তাইতো এই অ্যালবামের জন্যই গ্র্যামিতে ১১ মনোনয়ন বাগিয়েছিলেন তিনি।

জনপ্রিয় এই অ্যালবামটির জন্যই ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি। সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের দখলে থাকলেও আগে কখনোই ‘অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার’ পাননি তিনি। তাই এবারের গ্র্যামি তার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার জিতেছেন বিয়ন্সে; এই প্রথম এ বিভাগের পুরস্কার উঠল কোনো কৃষ্ণাঙ্গ গায়িকার হাতে। ১১ বিভাগে মনোনয়ন পেয়েও শেষ অব্দি বিয়ন্সে পেয়েছেন দুটি পুরস্কার।

 
প্রসঙ্গত, এবারের গ্র্যামিতে বড় চমক বিটলসের ফেরা! গত বছর এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। এ গানটির জন্য বেস্ট রক পারফরম্যান্স পুরস্কার জিতেছে ব্যান্ডটি।


সম্প্রতি গত মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে গ্র্যামির আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে দাবানলের আঁচ কমাতে, শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হয়েছে অনুষ্ঠান। যদিও তবে গ্র্যামিতে ছিল দাবানলের আঁচ। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে গ্র্যামিতে ছিল ‘আ লাভ এল.এ’ শিরোনামের পারফরম্যান্স। এছাড়াও দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে লেডি গাগা ও ব্রুনো মার্সের পরিবেশনাও ছিল। অন্যদিকে গত বছরের নভেম্বরে প্রয়াত সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে উৎসর্গ করে ছিল আরও একটি বিশেষ পরিবেশনা।


বিশেষ আকর্ষণ হিসেবে নাচে গানে মঞ্চে ঝড় তোলেন শাকিরা। ছিল বিলি আইলিশ, সাবরিনা কার্পেন্টার, দ্য উইকেন্ডের পারফরম্যান্স। টানা পঞ্চমবারের মতো গ্র্যামি সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়া।

গুরুত্বপূর্ণ বিভাগে গ্র্যামি জিতলেন যারাঃ
রেকর্ড অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
অ্যালবাম অব দ্য ইয়ার: ‘কাউবয় কার্টার’, বিয়ন্সে
সং অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
বেস্ট নিউ আর্টিস্ট: চ্যাপেল রোন
বেস্ট পপ সলো পারফরম্যান্স: ‘এক্সপ্রেসো’, সাবরিনা কার্পেন্টার
বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’, লেডি গাগা ও ব্রুনো মার্স
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: ‘শর্ট অ্যান্ড সুইট’, সাবরিনা কার্পেন্টার
বেস্ট ড্যান্স অথবা ইলেকট্রনিক অ্যালবাম: ‘ব্রাট’, চার্লি এক্সসিএক্স
সেরা কান্ট্রি অ্যালবাম: ‘কাউবয় কার্টার’, বিয়ন্সে
বেস্ট রক পারফরম্যান্স: ‘নাউ অ্যান্ড দেন’, দ্য বিটলস
বেস্ট রক সং: ‘ব্রোকেন ম্যান’, অ্যানি ক্লার্ক
বেস্ট রক অ্যালবাম: ‘হ্যাকনে ডায়মন্ডস’, দ্য রোলিং স্টোন
বেস্ট আর এন্ড বি অ্যালবাম: ‘১১.১১ ডিলাক্স’, ক্রিস ব্রাউন
বেস্ট র‌্যাপ পারফরমেন্স: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com