শিরোনাম |
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইসিজি মেশিন সংযোজন;চিকিৎসা সেবায় নতুন মাইলফলক
নিজস্ব প্রতিবেদক :
|
![]() মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম ও সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাকিল সরোয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বসানো ইসিজি মেশিনটি মঠবাড়িয়ার স্বাস্থ্যসেবার মান আরো উন্নত করবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম বলেন, ‘হাসপাতালে ইসিজি মেশিন না থাকার কারণে সেবা গ্রহণকারী রোগীরা যে দুর্ভোগ পোহাতে হতো , এখন সেটি লাঘব হবে। হাসপাতালে কম খরচে ২৪ ঘণ্টা ইসিজি সেবা পাবেন রোগীরা।’ এ সময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম গণমাধ্যমে জানান , 'আধুনিক ইসিজি মেশিনটি মঠবাড়িয়ায় চিকিৎসাসেবায় নতুন এক মাইলফলক মেশিনটি সংযোজনের ফলে উপজেলার জনগণ আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।তিনি আরো বলেন, (২০২৪-২৫) অর্থ বছরের এডিপি থেকে এক লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে মেশিনটি সংযোজন করতে।উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়িত হয়েছে।’ |