শিরোনাম |
চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে The Bangladesh Dialogue শীর্ষক সেমিনার
নিজস্ব প্রতিবেদক :
|
![]() দ্যা বাংলাদেশ ডায়লগ: ডিসকাসিং চিটাগং, দ্যা ইকনোমিক ক্যাপিটাল শীর্ষক এই সেমিনারে শহরের অর্থনৈতিক সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা অন্বেষণ করতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের একত্রিত করা হয়েছে। চট্টগ্রামের পর্যটক হোটেল সৈকতেবেলা ৩:৩০ এ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সেমিনারটি। এই সেমিনারের আলোচনায় উপস্থিত থাকবেন, প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন, অধ্যাপক বন ও পরিবেশ বিজ্ঞান অনুষদ ,ডিন বিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ এবং সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম), জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আরও উপস্থিত থাকবেন, ফখরুল মামুন নয়েল, পরিচালক, নিশাত শিপিং সার্ভিসেস (প্রাঃ) লিমিটেড। বিশেষজ্ঞদের বিশ্লেষণ, ব্যবসায়িক উদ্যোগের দিকনির্দেশনা এবং সম্ভাব্য নীতিগত সুপারিশ এই সংলাপের মূল আকর্ষণ হবে। অর্থনৈতিক বিকাশে চট্টগ্রামের ভূমিকা নিয়ে এমন একটি সেমিনার ব্যবসায়ী, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সেমিনারটির আয়োজকবৃন্দ। একই সাথে উক্ত সেমিনারে অংশগ্রহণকারীরা চট্টগ্রামের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়নের পথে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাবেন বলে আয়োজকরা আশা করছেন। |