শিরোনাম |
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম
সাইফুল ইসলাম - রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
|
![]() রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম বাদী মামুন বলেন, দীর্ঘদিন ধরে একই এলাকার তুহিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে তুহিন, রিয়াদ, নাহিদ, বাবুল, মাছুম, সোহাগ, ফয়সাল, মানিক, বাছির, মেহেদী, কালামসহ অজ্ঞাত ১০/১৫ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমার বড় ভাই মোশাররফকে কুপানো শুরু করে। এসময় তার চিৎকার শুনে আমার ছোট ভাই মাসুম ও মামুন এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এসময় হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এ ঘটনায় মামুন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। |