শিরোনাম |
ভয়ঙ্কর সেই রাতের ঘটনা তুলে ধরলেন সাইফ আলি খান
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বলিউডের এই ছোট নবাব জানান,পরিবারের সদস্যরা এবং গৃহপরিচারিকা সেই রাতে অনেক আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পুত্র জেহর চিৎকার শুনে তিনি প্রথমে নীচ তলায় নেমে আসেন। এসে দেখেন, ছেলের ন্যানি ইলিয়াম ফিলিপের সঙ্গে এক অজ্ঞাতপরিচয় লোকের সাথে ধস্তাধস্তি হচ্ছে। এসময় দ্রুত তাকে বাঁচাতে পেছন থেকে আততায়ীকে চেপে ধরেন সাইফ। এ প্রসঙ্গে সাইফ বলেন, ‘আমার শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিলো দেখে কারিনা ও আমার ছেলেরা ভয় পেয়ে গিয়েছিল। তৎক্ষনাৎ ওরা আমায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। জেহর চিৎকার শুনে আমরা নিচে নেমে দেখি দেখলাম ছেলের ন্যানির সঙ্গে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ধস্তাধস্তি হচ্ছে। তার হাতে ধারালো ছুরি ছিল। বিপদ বুঝতে পেরে আমি পিছন থেকে লোকটিকে চেপে ধরি।’ সবশেষে সাইফ বলেন, ‘সে সময়েই আমাকে আঘাত করা হয় এবং ছুরি মারা হয় পিঠে, গলায় এবং হাতে। গ্রিপ আলগা হলেও আততায়ী আমার হাতের নাগাল থেকে বের হতে পারেনি। কোনোমতে আমি ওকে একটি ঘরে বন্ধ করে দিই।’ |