শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০২:৫০ এএম
শিরোনাম আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী       ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ      
ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড
নিজস্ব প্রতিবেদক :
Published : Friday, 24 January, 2025
ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড

ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড

প্রথম ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিডের লক্ষ্য নিয়ে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড।

চেন্নাইয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

স্পিনার বরুণ চক্রবর্তী এবং ওপেনার অভিষেক শর্মার দুর্দান্ত নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে ভারত।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় ইংল্যান্ড। বরুণ ৩টি, অর্শদীপ সিং-অক্ষর প্যাটেল-হার্দিক পান্ডিয়া ২টি করে উইকেট নেন।

১৩৩ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে। ওপেনার অভিষেকের ৩৪ বলে ৫টি চার ও ৮টি ছক্কা সাজানো ৭৯ রানের বিধ্বংসী ইনিংসে ৪৩ বল বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।

প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরমেন্স ধরে রাখতে আত্মবিশ্বাসী ভারত। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমাদের লক্ষ্য ছিলো জয় দিয়ে সিরিজ শুরু করা। সেই লক্ষ্য সহজেই পূরণ হয়েছে। ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে। এবার লক্ষ্য পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখা। সিরিজে ডাবল লিড নিতেই আমরা মাঠে নামবো।’

প্রথম ম্যাচে ইংল্যান্ডের হয়ে একাই লড়াই করেছেন অধিনায়ক জশ বাটলার। ৮টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬৮ রান করেন তিনি। এছাড়া আর কোন ব্যাটারই ২০ রানের ঘরে পা রাখতে পারেনি।

এমনকি ভারতীয় ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করতে পারেনি ইংলিশ বোলাররা। সফরকারী বোলারদের উপর চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছে ভারতীয় ব্যাটাররা। সিরিজে সমতা ফেরাতে দলের কাছ থেকে ভালো পারফরমেন্স প্রত্যাশা করছেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার।

দ্বিতীয় ম্যাচ নিয়ে বাটলার বলেন, ‘প্রথম ম্যাচে বাজে পারফরমেন্সেন জন্য আমরা হেরেছি। আমি বিশ্বাস করি ছেলেরা দ্রুতই নিজেদের সেরাটা মাঠে দেখাবে। ভারতের কন্ডিশনে জয় পেতে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে। ব্যাটারদের বড় ইনিংসের সাথে বোলারদের ১০ উইকেট শিকার করতে হবে। পাশাপাশি ফিল্ডারদের বড় অবদান রাখতে হবে। কিন্তু প্রথম ম্যাচে আমাদের কোন কিছুই ঠিকঠাক হয়নি। আশা করি দ্বিতীয় ম্যাচেই দলের কাছ থেকে সেরা পারফরমেন্স দেখতে পাবো।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এরমধ্যে জয়ের পাল্লা ভারী ভারতের দিকে। ১৪টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। ইংলিশদের জয় ১১টিতে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com