শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০২:১৭ এএম
শিরোনাম আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী       ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ      
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 20 January, 2025
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের

 বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

এই হারে বিশ্বকাপে সরাসরি খেলার পথ কঠিন করে ফেলল নিগার সুলতানার দল। কারণ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২টি জিততেই হবে বাংলাদেশকে। এক ম্যাচ জিতলে সমীকরণের মার-প্যাচে পড়বে টাইগ্রেসরা। 

এ বছর নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে। ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে (ভারত বাদে) আছে বাংলাদেশ। ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে নিউজিল্যান্ড। কিউইদের টপকাতে না পারলে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। 

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৫ রানের সূচনা করে বাংলাদেশ। ১০ রান করে ফিরেন ওপেনার ফারজানা হক। এরপর দ্বিতীয় উইকেটে মুরশিদা খাতুনকে নিয়ে ৪৪ ও অধিনায়ক নিগার সুলতানার সাথে ৪৬ রানের জুটি গড়েন আরেক ওপেনার মুরশিদা খাতুন। 

মুরশিদা ৪০, শারমিন আকতার ৪২ ও নিগার ৪৪ বল খেলে ১৪ রানে আউট হন। 

দলীয় ১২৩ রানে চতুর্থ উইকেট পতনের পর হাফ-সেঞ্চুরির জুটি গড়েন দুই মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ও স্বর্ণা আকতার। ৬৯ বলে ৫৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। 

৪৬তম ওভারে দলীয় ১৭৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে স্বর্ণার আউটের পর বাংলাদেশের পরের দিকের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। শেষ ২৯ বলে ৫ উইকেট হারিয়ে মাত্র ২১ রান যোগ করে সফরকারীরা। ফলে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

১৯৯ রানের টার্গেটে ওপেনার ও অধিনায়ক হিলি ম্যাথুজের সেঞ্চুরিতে ১১০ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ১৬টি চারে ৯৩ বলে অপরাজিত ১০৪ রান করেন ডটিন।

সতীর্থ কিয়ানা জোসেফের সাথে উদ্বোধনী জুটিতে ১৬৩ রান তুলেন ডটিন। ৭০ রানে বাংলাদেশের স্পিনার রাবেয়া খানের শিকার হন জোসেফ। রাবেয়া ৩৮ রানে ১ উইকেট নেন।

আগামী ২২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। 

 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com