শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২:৪২ পিএম
শিরোনাম মহম্মদপুরে ক্যাডেট কেয়ার এর শুভ উদ্বোদন        সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ ৯৩তম        বিক্ষোভ সমাবেশে যোগ দিতে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন গাজীপুরে       ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি: রিজভী       বেনজীরের ফাঁদে পা দেবেন না : জামায়াত আমির       বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত রয়েছে ভারতের মিডিয়া: প্রেস সচিব        খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ       
দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ ১২৬ জনকে আসামি করে মামলা
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 8 January, 2025
দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ ১২৬ জনকে আসামি করে মামলা

দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ ১২৬ জনকে আসামি করে মামলা

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 
 জেলায় আজ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের সাবেক হুইপ এবং সাবেক দুই সংসদ সদস্যসহ ১২৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নাম আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শামসুল আলম আজ বুধবার বিকেলে ৪টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম- এর আদালতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন জেলা সদর উপজেলার দাড়াইল গ্রামের মমতাজুর রহমানের স্ত্রী ও ভিকটিম মোবাশ্বের রহমানের মাতা মাহবুবা আক্তার। আজ বুধবার মামলাটি দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং লাঠিসোটা নিয়ে মারপিট করে। ওই হামলায় বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের রহমান-সহ আন্দোলনে অংশগ্রহনকারি কিছুসংখ্যক ছাত্র-জনতা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। বাদীর পুত্রকে ওইদিন আসামীরা সদর হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে বাধা দেয়। ফলে বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের বাড়িতে থেকে ব্যক্তিগতভাবে চিকিৎসা নেন। এরপর গত ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ভিকটিম মোবাশ্বের সদর হাসপাতালের বহিঃর্বিভাগে চিকিৎসা নেন। ওই ঘটনার পর তার পুত্র মোবাশ্বের অসুস্থ থাকায় বাদী মাহবুবা আক্তার কোন মামলা দায়ের করতে পারেননি। দীর্ঘসময় চিকিৎসার পর ভিকটিম মোবাশ্বের বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন। ওই ঘটনায় ভিকটিম মোবাশ্বের-এর মাতা মাহবুবা আক্তার বাদী হয়ে আজ দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- এর আদালতে ১২৬ জন স্বামীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com