মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ১১:১২:১৫ এএম
শিরোনাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ        পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন       ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান       বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার       কেইপিজেডে ভূমি নিবন্ধন দ্রুত ও সহজে করার সিদ্ধান্ত       স্বর্ণজয়ী শুটার সাদিয়া মারা গেছেন       ৭২ ঘন্টায় আকাশ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন; গ্রেফতার ০২,অটো উদ্ধার      
দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Wednesday, 27 November, 2024
দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

রাষ্ট্রীয় তহবিল ওয়ান এমডিবির অর্থ তছরুপ ও পাচার সংক্রান্ত মামলা থেকে খালাস পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। একই মামলায় খালাস পেয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইরওয়ান সেরিগার আবদুল্লাহও। কুয়ালালামপুর উচ্চ আদালত বুধবার (২৭ নভেম্বর) তাদের ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। 

তাদের আইনজীবীরা জানান, কুয়ালালামপুর হাইকোর্ট প্রক্রিয়াগত বিলম্ব ও মূল নথি প্রকাশে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এ রায় দিয়েছেন। নাজিবের আইনজীবী মুহাম্মদ ফারহান মুহাম্মাদ শফি এক টেক্সট বার্তায় বলেছেন, আদালত আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ান এমডিবি নামের এই রাষ্ট্রীয় তহবিলটি গঠিত হয় ২০০৯ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক তহবিলটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ৬.৬ বিলিয়ন রিংগিত (১.৪৮ বিলিয়ন ডলার) অর্থ তছরুপ ও পাচারের অভিযোগে ২০১৮ সালে নাজিবকে এক নম্বর এবং ইরওয়ান সেরিগার আবদুল্লাহকে দুই নম্বর আসামি করে মামলা করা হয় দেশটির নিম্ন আদালতে। ২০২০ সালে মামলার রায় ঘোষণা করেন আদালত। 

সেই রায়ে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১ কোটি রিংগিত (৪৪৭ কোটি ৭২ লাখ টাকা) জরিমানা করা হয়। ইরওয়ানকেও একই সাজা দেওয়া হয়। উল্লেখ্য, নাজিব রাজাক ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালেয়শিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com