মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ১০:১২:২০ এএম
শিরোনাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ        পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন       ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান       বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার       কেইপিজেডে ভূমি নিবন্ধন দ্রুত ও সহজে করার সিদ্ধান্ত       স্বর্ণজয়ী শুটার সাদিয়া মারা গেছেন       ৭২ ঘন্টায় আকাশ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন; গ্রেফতার ০২,অটো উদ্ধার      
নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিল বিসিবি
খেলা ডেস্ক:
Published : Friday, 22 November, 2024
নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিল বিসিবি

নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিল বিসিবি

আইপিএলের আগামী তিন মৌসুমের দিনক্ষণ চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে করে এ মৌসুমে নিলামে থাকা ক্রিকেটারদের মধ্যে যারাই দল পাবেন, পরের তিন আসরেই খেলতে হবে তাদের। অন্যথায় দল না পাওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। আজ থেকে সৌদি আরবের জেদ্দায় হতে যাওয়া মেগা নিলামকে সামনে রেখে টেবিলে বসতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাকিস্তান ছাড়া প্রায় সবকটি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ড থেকেই গ্রিন সিগনাল পেয়েছে তারা।

প্রতি বছরই নিলামে অংশ নেয় বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু দল পেলেও অনাপত্তিপত্রের জন্য পুরো মৌসুমে খেলা হয়ে ওঠে না তাদের। এতে করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের প্রতি আগ্রহও কমে গেছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের। তবে এবার যারা দল পাবেন, তাদের আগামী ২৫, ২৬ ও ২৭ সাল পর্যন্ত তিন মৌসুমই খেলার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর খবরে এ তথ্য জানা গেছে।

আইপিএলের এই আসরের নিলামে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস ছাড়াও আছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

আইপিএলের আগামী মৌসুম শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল ২৫ মে। এ আসরে হবে ৭৪ ম্যাচ। ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে এবং ২০২৭ সালের আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে। ২৬ সালে ম্যাচ হবে ৮৪টি ও ২৭ সালে ৯৪টি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com