শিরোনাম |
আমরা প্রতিহিংসা নয়, সহনশীল ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করি : নোয়াখালীতে নুরুল হক নূর
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী :
|
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি নয় বরং আমরা সহনশীলতা ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করি। আমরা সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি হানাহানি থাকবে না। সেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি। শনিবার বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদী হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূর এসব কথা বলেন। নূর আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি। এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার এখনও নিশ্চিত করতে পারি নাই। আমরা বলেছি রাজনৈতিক সংস্কার প্রয়োজন, পুলিশের সংস্কার প্রয়োজন, প্রশাসনে সংস্কার প্রয়োজন, সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না। সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে চার বছর করতে হবে, সাধারণ রাজনৈতিক দলগুলোকে সুযোগ করে দিতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ।/আজাদ |