সোমবার ২১ এপ্রিল ২০২৫ ১৭:০৪:০৪ পিএম
শিরোনাম এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব       পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া       আন্দোলনের ভিডিও করায় ‘লাঠিপেটা’ করছে অটোরিকশা চালকরা       জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার       ট্রাম্পের শুল্কযুদ্ধ: চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িংয়ের বিমান       দেশে ৮ হাজার চিকিৎসক সংকট রয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা       ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত      
চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 7 October, 2024
চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুর নগরের জিরানী এলাকায় আজ সোমবার দুপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা কারখানার সামনে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, জিরানী এলাকায় রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার অবস্থান। গত সপ্তাহে কারখানাটির শ্রমিকেরা হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। তখন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। তবে তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই দাবিতে আজ দুপুরে টিফিনের সময় শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানার সামনে চন্দ্রা–নবীনগর সড়ক অবরোধ করেন। এতে বেলা ১টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বেলা দুইটায় এ প্রতিবেদন লেখার সময় তাঁদের কর্মসূচি চলছিল।

যানবাহন চলাচল বন্ধ থাকায় জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েছেন।

কারখানার শ্রমিক আবদুল মোমিন বলেন, ‘গত সপ্তাহে কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই এবার যতক্ষণ না মালিক কারখানায় এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে। বারবার আশ্বাস দিয়ে তারা কথা রাখছে না।’

গাজীপুর শিল্পাঞ্চলের সহাকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বেলা একটার দিকে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা চন্দ্রা–নবীনগর সড়কে অবস্থান নিয়েছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com