শিরোনাম |
হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী গ্রিজমান
খেলা ডেস্ক:
|
আকস্মিক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমান। আজ সোমবার ৩৩ বছর বয়সী অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা নিজের এমন সিদ্ধান্তা জানান।অবসরের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিজমান বলেন, ‘দারুণ এই অধ্যায়ের সব স্মৃতির জন্য ধন্যবাদ। এখন বিদায় বলার সময়। এর আগে গ্রিজম্যানের ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল। ফ্রান্সের ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ্রিজম্যান। সাত ম্যাচে গোল করেন চারটি। ফাইনালে ক্রোয়েশিয়ার হারানোর ম্যাচে ম্যান অব দ্য ফাইনালও হন। এছাড়া ২০২০-২১ সালে ফ্রান্সের হয়ে নেশন্স লিগের শিরোপা জেতেন গ্রিজম্যান। পাশাপাশি কাতার বিশ্বকাপের ফাইনালেও উঠে তার দল। ফ্রান্সের হয়ে ১০ বছরের ক্যারিয়ারে গ্রিজমান ১৩৭ ম্যাচে গোল করেছেন ৪৪টি। এটি ফ্রান্সের হয়ে চতুর্থ-সর্বাধিক। |