রোববার ৬ অক্টোবর ২০২৪ ০৯:১০:৩৫ এএম
শিরোনাম পরিবর্তনের পরও কোথায় যেন ভীতি ও আস্থাহীনতা কাজ করছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য       আর্থিক খাতে অপরাধ করে কেউ পার পাবে না : অর্থ উপদেষ্টা       মাদারীপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাঁধা দেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে       নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা       কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩       কারখানায় যেতে ভয় লাগে, বললেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী       স্বমহিমায় ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের      
আগামী নভেম্বরে আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ
খেলা ডেস্ক:
Published : Sunday, 29 September, 2024
আগামী নভেম্বরে আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ

আগামী নভেম্বরে আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ

আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আজ ঐ সিরিজের সূচি চূড়ান্ত করেছে এসিবি। সামাজিক যোগযোগ মাধ্যমে এক বার্তায় এসিবি জানিয়েছে, ‘আগামী ৬, ৯ এবং ১১ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ঐ সিরিজের আয়োজক হবে আফগানিস্তান।

আফগানিস্তান ক্রিকেটের অন্যতম হোম ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত। সিরিজের সবগুলো ম্যাচই হবে শারজায়। আয়োজক হিসেবে আফগানিস্তানের তত্ত্ববধানে এবারই প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে বাংলাদেশ ১০টিতে জিতেছে এবং ৬টিতে হেরেছে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে বিবেচিত হবে এই তিনটি ওয়ানডে। গত বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে বোর্ড পরিচালকদের বৈঠক শেষে সাংবাদিকদের ফারুক আহমেদ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পথে আমরা তিনটি ওয়ানডে খেলার চেষ্টা করবো।

এই বছর বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে বেশি রয়েছে টেস্ট ম্যাচ। কিন্তু পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র তিনটি ওয়ানডে খেলার কথা ছিল টাইগারদের। আগামী নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের ঐ তিনটি ওয়ানডে ম্যাচ নির্ধারিত ছিলো। ক্যারিবীয়ান সফরে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডের সাথে দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টিও আছে। টেস্ট দিয়ে ২২ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com