শিরোনাম |
‘বিবাহিত’ বলে ফেসবুকে প্রচারণা, ছাত্রদলের সভাপতি রাকিবুলের জিডি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ‘বিবাহিত’ বলে ফেসবুকে প্রচারণা, ছাত্রদলের সভাপতি রাকিবুলের জিডি গতকাল বৃহস্পতিবার ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক–বর্তমান শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে তানিয়া সুলতানা নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের ছবিসহ পোস্ট দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘বন্ধু ছাত্রসংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের স্ত্রী, চার সন্তানসহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুন। রাকিবুলকে নিয়ে দেওয়া ওই পোস্টে ছাত্রদলের নেতা–কর্মীদের অনেকে বিষয়টিকে ‘গুজব’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানান। এই প্রচারণার পর আজ থানায় করা জিডিতে রাকিবুল বলেন, ‘আমি মানুষ, আওয়ামী লীগ না। ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের দুটি ফেসবুক গ্রুপ থেকে মডারেটরদের মাধ্যমে তাঁর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট ও অ্যাপ্রুভ করে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তিনি এই দুটি ফেসবুক গ্রুপের মডারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন। শাহবাগ থানার ডিউটি অফিসার আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের জিডিটি গ্রহণ করা হয়েছে। |