রোববার ৩ নভেম্বর ২০২৪ ০৩:১১:০৬ এএম
শিরোনাম সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ       কোমর দোলাতে ছোট ব্লাউজ, নোরার প্রশ্ন নাচব কিভাবে       দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র : খামেনি       গত ১৫ বছরে বাংলাদেশ থেকে বার্ষিক ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয় : টিআইবি       ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের        পতিত কর্তৃত্ববাদী সরকার আইন, বিচার ও প্রশাসন বিভাগকে একাকার করেছিল: রিজভী       আমরা প্রতিহিংসা নয়, সহনশীল ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করি : নোয়াখালীতে নুরুল হক নূর      
সাকিবকে নিয়ে চিন্তায় বাংলাদেশ
খেলা ডেস্ক:
Published : Monday, 23 September, 2024
সাকিবকে নিয়ে চিন্তায় বাংলাদেশ
চেন্নাই টেস্টের হারের চেয়ে এখন বেশি আলোচনায় সাকিব আল হাসানের আঙুলের চোট। আঙুলে ব্যথা পাওয়ায় চেন্নাই টেস্টে বোলিং কম করেছেন। তাই প্রশ্ন উঠেছে তার জায়গায় অন্য কাউকে একাদশে সুযোগ দেওয়া যায় কি না।কানপুর টেস্টে সাকিবকে একাদশে নেওয়া হবে কি না, তা নিয়ে চিন্তার কথা বলেছেন নির্বাচক হান্নান সরকার। চেন্নাইয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে। আগে এটা করতে পারেনি। সেই আঙুলে আবার বল লেগেছে। ফলে কিছুটা তো ব্যথা রয়েছেই।

আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে দ্বিতীয় টেস্টের আগে ফলে সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। সেই জিনিসটা আমরা দেখব, সাকিব এমন একজন প্লেয়ার সে কিন্তু সৎ প্লেয়ার। সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় সে বোলিংটা করতে পারবে না, তাহলে তাকে ব্যাটার হিসেবে তাকে খেলাব কি না চিন্তা করব। যদি দুটোই করতে পারে তাহলে সিনারিও ভিন্ন হবে।

আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে কানপুরে। টেস্টের আগে বাংলাদেশ বেশ কিছুদিন সময় পাবে। এই সময় সাকিবের অবস্থা বুঝে তাকে নিয়ে দ্বিতীয় টেস্টে রাখা হবে কি না তা জানিয়েছেন হান্নান। নির্বাচক বলেছেন, ‘সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সব সময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে।

আমরা দেখব তার কী অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল।

সাকিবের অবস্থা এবং উইকেট দেখে দল সাজানো হবে বলে জানিয়েছেন হান্নান। তিনি বলেছেন, ‘পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। আমরা কোন কম্বিনেশনে যাব, কোন ফরমেশনে আমরা টিমটা সাজাবৃসেখানে আমরা দেখব উইকেটটা কেমন, আমরা কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব। সেখানে স্ট্র্যাটেজি পরিবর্তনের প্রয়োজন হলে আমরা করতেই পারি।’

সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড় এমনটা জানিয়ে হান্নান বলেছেন, ‘সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়। এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে, তাহলে কম্বিনেশন সাজানো সহজ হয়। সে জায়গায় থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে। তার ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। অন্যদের তুলনায়, সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, চাপ হ্যান্ডেল করেছে। হ্যাঁ, রানটা বড় হয়নি। এটা ঠিক। কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com