শিরোনাম |
ইরানে সর্বোচ্চ সম্মানে ভূষিত হামাস প্রধান হানিয়া
আন্তর্জাতিক ডেস্ক:
|
ইরানের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তার জানাজার ইমামতি করেছেন তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইরানের মরহুম প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মতো তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়েছে। তেহরান ইউনিভার্সিটির ওয়ার্ল্ড স্টাডিজের সহযোগী অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেছেন, তেহরানে হামাস প্রধানের মৃত্যু ইরানের জন্য খুবই বেদনাদায়ক। একটি দেশের রাজধানীতে যখন তাদেরই পদস্থ কোনো কর্মকর্তাকে হত্যা করা হয়, তবে বড় ধরনের ধাক্কা না লেগে পারে? তাই সম্ভবত ইরান এর প্রতিক্রিয়া দেখাতে বাধ্য।-আল জাজিরা |