শিরোনাম |
‘বিষাক্ত মানুষদের ছেঁটে ফেলতে ভয় পাবেন না’, পরিণীতির পোস্ট ঘিরে রহস্য
বিনোদন ডেস্ক:
|
![]() ‘বিষাক্ত মানুষদের ছেঁটে ফেলতে ভয় পাবেন না’, পরিণীতির পোস্ট ঘিরে রহস্য ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘এই মাসে আমি নিজের জীবনকে আরও একটু ভালো করে দেখার জন্য থেমেছি। আবারও বুঝেছি, একজনের মানসিকতাই সব। অপ্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর জন্য এক সেকেন্ড সময়ও নষ্ট করবেন না। সময় কিন্তু বয়ে চলেছে। প্রতিটি মুহূর্ত কীভাবে কাটাবেন, তা আপনার ওপরেই নির্ভর করছে। অন্য কারও জন্য বাঁচা বন্ধ করুন। নিজের মানসিকতার সঙ্গে মেলে, এমন মানুষ খুঁছে নিন। বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পাবেন না। তিনি লেখেন, ‘অন্যরা কী ভাবছেন, তা নিয়ে ভাবা বন্ধ করুন। কোনো পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া বদলান। জীবনে সময় কিন্তু সীমিত। তাই নিজে যেমন চান, তেমন ভাবেই বাঁচুন। পরিণীতির এই পোস্ট দেখে তার ভক্ত-অনুরাগীদের প্রশ্ন, কার উদ্দেশে এ সব লিখেছেন অভিনেত্রী? শঙ্কা প্রকাশ করে অনেকেই লিখেছেন, ‘সব ঠিক আছে তো? আমরা সব সময় আপনার পাশে আছি। উল্লেখ্য, ২০২৩-এর সেপ্টেম্বরে আম আদমি পার্টির (আপ) নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রাঘবের সঙ্গে দেখা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পেরেছিলেন, এই রাজনীতিবিদকেই তিনি বিয়ে করতে চান। |