রোববার ২৩ মার্চ ২০২৫ ১৯:০৩:৩৫ পিএম
শিরোনাম একনেকে ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন        ৭১ ও ২৪ এক কাতারে আনতে রাজি নয় বিএনপি       স্ত্রীসহ সাবেক এমপি শিখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা       সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, ২ কোটি ৩২ লাখ টাকা ফ্রিজ       ম্যাচ জেতানো ইনিংসের পথে কোহলির অনন্য কীর্তি       দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, দুই দমকল কর্মীর মৃত্যু       ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, সরকারের সিদ্ধান্ত      
জামায়াত-শিবিরের হামলায় গাজীপুর সিটির কাউন্সিলর কাজল আহত
গাজীপুর প্রতিনিধি:
Published : Thursday, 25 July, 2024
জামায়াত-শিবিরের হামলায় গাজীপুর সিটির কাউন্সিলর কাজল আহত

জামায়াত-শিবিরের হামলায় গাজীপুর সিটির কাউন্সিলর কাজল আহত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে আওয়ামী লীগের সমাবেশে যোগদানের জন্য গাড়ি বহর সহযোগে ঢাকায় যাওয়ার পথে উত্তরার আজমপুরে জামায়াত-শিবিরের হামলায় গুরুতর আহত হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়র্ডের কাউন্সিলর মীর ওসমান গনি কাজল। গত শুক্রবারের ওই হামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আহত ও তার ব্যক্তিগত সহকারি (পিএস) আতিকুর রহমান জুয়েল নিহত হয়েছেন। হামলার সময় মীর ওসমান গনি কাজলের ব্যক্তিগত গাড়িসহ শতাধিক গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

তাদের সাথে থাকা গাজীপুর সিটির ৭ নম্বর ওয়োর্ডের নেতা সোলায়মান, ৮ নম্বর ওয়োর্ডের নেতা মো. গিয়াস উদ্দিন, ১০ নম্বর ওয়োর্ডের নেতা ডলার ও স্বরণ এবং আওয়ামী লীগের কর্মী আরজু, নিরব, শামীম, মৃদুল, সাকিব, মাসুদ, ইমরুল বাবু, মোখলেছ ও রকিসহ প্রায় ৪০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দেওয়ার জন্য শতাধিক মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে ঢাকায় যাওয়ার পথে উত্তরায় নাশকতাকারীদের হামলার শিকার হন জাহাঙ্গীর আলম, মীর ওসমান গনি কাজল ও তাদের সহকর্মীরা। এতে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তার মাথায় গুরুতর জখম হওয়ায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন জাহাঙ্গীর আলমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে, গত ২০ জুলাই, ২০২৪ শনিবার সকাল ১০টার দিকে কাউন্সিলর মীর ওসমান গনি কাজলের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসে নাশকতাকারীরা হামলা চালিয়ে কম্পিউটার, সিসি ক্যামেরা এসি ও আসবাবপত্র ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। ওই সময় নাশকতাকারীরা দুটি ল্যাপটপ ও নগদ প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com