শিরোনাম |
জামায়াত-শিবিরের হামলায় গাজীপুর সিটির কাউন্সিলর কাজল আহত
গাজীপুর প্রতিনিধি:
|
![]() জামায়াত-শিবিরের হামলায় গাজীপুর সিটির কাউন্সিলর কাজল আহত তাদের সাথে থাকা গাজীপুর সিটির ৭ নম্বর ওয়োর্ডের নেতা সোলায়মান, ৮ নম্বর ওয়োর্ডের নেতা মো. গিয়াস উদ্দিন, ১০ নম্বর ওয়োর্ডের নেতা ডলার ও স্বরণ এবং আওয়ামী লীগের কর্মী আরজু, নিরব, শামীম, মৃদুল, সাকিব, মাসুদ, ইমরুল বাবু, মোখলেছ ও রকিসহ প্রায় ৪০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দেওয়ার জন্য শতাধিক মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে ঢাকায় যাওয়ার পথে উত্তরায় নাশকতাকারীদের হামলার শিকার হন জাহাঙ্গীর আলম, মীর ওসমান গনি কাজল ও তাদের সহকর্মীরা। এতে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তার মাথায় গুরুতর জখম হওয়ায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন জাহাঙ্গীর আলমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে, গত ২০ জুলাই, ২০২৪ শনিবার সকাল ১০টার দিকে কাউন্সিলর মীর ওসমান গনি কাজলের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসে নাশকতাকারীরা হামলা চালিয়ে কম্পিউটার, সিসি ক্যামেরা এসি ও আসবাবপত্র ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। ওই সময় নাশকতাকারীরা দুটি ল্যাপটপ ও নগদ প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। |