শিরোনাম |
রাজধানীতে বিএনপিপন্থী চিকিৎসক সাখাওয়াতসহ ২১ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
|
রাজধানীতে বিএনপিপন্থী চিকিৎসক সাখাওয়াত হোসেন সায়ন্থসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২১ জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা–পুলিশ। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দন্ত চিকিৎসক সাখাওয়াত হোসেন সায়ন্থ টেলিভিশন টকশোতে নিয়মিত মুখ। তিনি বিএনপিপন্থী হিসেবে পরিচিত। ডা. সাখাওয়াত ছাড়াও গ্রেপ্তারদের মধ্যে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ (৩০), বিএনপি নেতা আবদুল কাইয়ুম খান (৫৮), আমান উল্লাহ ভূঁইয়া (৫৪), দিল মোহাম্মদ (৫৬) ও নওয়াব আলী (৪৯)। মামলা সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। গায়েবানা জানাজা শেষে বিএনপির নেতা–কর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল বের করেন। পরে তারা সরকারবিরোধী স্লোগান দেন। তাদের মিছিল থেকে পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আলাউল হক বাদী হয়ে মামলা করেন। মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপির (উত্তর) আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও অজ্ঞাতনামা হিসেবে ৪০০ জনকে আসামি করা হয়েছে। |