শিরোনাম |
নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক:
|
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনায় ইসরায়েলি সেনাপ্রধান লে. জেনারেল হারজি হ্যালেভি বলেন, ইসরায়েল বাহিনী জানে, রাজনৈতিক মহলের অনুমোদন করা কোন কোন চুক্তি কীভাবে রক্ষা করতে হয়। এমনকি যুদ্ধবিরতির পর আবার কীভাবে যুদ্ধের ময়দানে ফিরে আসতে হয়, কীভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয়, তাও জানে। সেনাপ্রধান বলেন, ইসরায়েলি বাহিনী হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ করা বন্ধ করবে না। আমাদের এই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত হামাসের ওপর আমাদের হামলা অব্যাহত রাখব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৭ অক্টোবরের ব্যর্থতার দায়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নেবেন যুদ্ধের লক্ষ্য অর্জন করার পর। আমি প্রায় ৪০ বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি। আমি একমুহূর্তও চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না। আমি বর্তমানে আমার দায়িত্ব নিয়ে ব্যস্ত। সামরিক বাহিনী নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনাপ্রধান আরও বলেন, পণবন্দি মুক্তির চুক্তিতে হামাস যেন স্বাক্ষর করে, সে জন্য ইসরায়েল বাহিনী সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলের জিম্মিদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, ফিলিস্তিনি নিরাপত্তা, বন্দিদের মুক্তি দেবে- এমন একটি চুক্তি করতে নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। ইসরায়েলি বাহিনীর এর প্রভাব সামাল দিতে সক্ষমতা রয়েছে। এ ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে ইসরায়েলি বাহিনী। রোববার ইসরায়েলের পালমাচিম বিমানঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তনের চুক্তি হলো তাদের জীবন রক্ষার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ। নেতানিয়াহুর শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন, তার জবাবে এসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সমালোচনা করে বলেন যে, কয়েক মাসের মধ্যেও গাজার সঙ্গে জিম্মিদের নিয়ে চুক্তি কার্যকর না হওয়ার কারণ হলো ইসরায়েল সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি। এদিকে পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে যখন নেতানিয়াহু ইসরাইল বাহিনীকে গাজার রাফায় হামলা জন্য জোর দেন। হামাসের সঙ্গে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেন।-টাইমস অব ইসরায়েল |