শিরোনাম |
কোপায় মঞ্চ মাতালেন শাকিরা
বিনোদন ডেস্ক:
|
![]() কোপায় মঞ্চ মাতালেন শাকিরা সংবাদ মাধ্যম অনুযায়ী, আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনালে সোমবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়াম কর্তৃপক্ষ পড়ে মহাবিড়ম্বনায়। ম্যাচ শুরুর আগে টিকিটবিহীন দর্শকের বিশৃঙ্খলায় দুই দফা পেছানোর পর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ফাইনাল শুরু হয়। অতি উৎসাহী দর্শকরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। শাকিরা পারফর্ম করার আগ অবধি শিরোপা ফয়সালার ম্যাচ গোলশূন্য ড্র থাকে। আর্জেন্টাইন সাংবাদিক হুয়ান এতচেগোয়েনের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালে নেচে-গেয়ে বড় অঙ্কের অর্থ পাচ্ছেন শাকিরা। এতচেগোয়েন জানান, ফাইনালে ৫ মিনিটের মতো পারফর্ম করে ২ মিলিয়ন মার্কিন ডলার নিচ্ছেন শাকিরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা। |