রোববার ২৬ জানুয়ারি ২০২৫ ১৭:০১:৩২ পিএম
শিরোনাম গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর       এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি প্রয়োজন: অর্থ উপদেষ্টা       এবার এমপি পদ থেকেও টিউলিপের পদত্যাগ দাবি, পিটিশন দাখিল       বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয়: ড. আসিফ নজরুল       বাংলাদেশকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন: রাষ্ট্রদূত       মির্জা ফখরুলের ৭৮তম জন্মদিন আজ        অর্থনীতির ভিত মজবুত ও শক্তিশালী করতে কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করবে : প্রধান উপদেষ্টা      
আমার মরে যাওয়ার কথা ছিল : ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Monday, 15 July, 2024
আমার মরে যাওয়ার কথা ছিল : ডোনাল্ড ট্রাম্প

আমার মরে যাওয়ার কথা ছিল : ডোনাল্ড ট্রাম্প

আমার আজ এখানে থাকার কথা নয়, আমার মরে যাওয়ার কথা ছিল। ডান কানে ব্যান্ডেজ বাঁধা ৭৮ বছরের ডোনাল্ড ট্রাম্প অতর্কিত হামলার শিকার হওয়ার মুহূর্তটিকে স্মরণ করে বলেন, এ ঘটনা একটি পরাবাস্তব অভিজ্ঞতা। চিকিৎসকরা আমাকে বলেছেন, আমার ফিরে আসা একটি অলৌকিক ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বন্দুক হামলার শিকার হয়ে নিউইয়র্ক পোস্টকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে এ কথা জানান।

নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যখন গুলি করে তখন আমি বক্তব্যের অপর পৃষ্ঠা দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলাম। মূলত এ কারণেই আমি বেঁচে গেছি বলে আমার ধারণা। সাক্ষাৎকারে ট্রাম্প তাকে রক্ষা ও বন্দুকধারী থমাস ক্রুকসকে হত্যার জন্য সিক্রেট সার্ভিসের প্রশংসা করে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন।

রক্তাক্ত মুখমণ্ডল নিয়েও ডোনাল্ড ট্রাম্প তার মুষ্টি উঁচিয়ে ধরেছেন এবং বলছেন, ‘ফাইট, ফাইট, ফাইট এ ভাইরাল ছবি প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেক লোকই বলছেন, এই ছবিটি তাদের জীবনে দেখা সেরা আইকনিক ছবি। তারা ঠিকই বলেছেন। তবে এই ধরনের ছবি পাওয়ার জন্য প্রাণও দিতে হয়। কিন্তু ভাগ্যক্রমে আমি মরিনি। অনেক মানুষ বলছেন, ভাগ্য বা ঈশ্বরের সহায়তায় আজ আমি এখানে উপস্থিত হতে পেরেছি।

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে বিমানে পত্রিকাটিকে তিনি আরও বলেন, আমি মারা যেতে পারতাম। তাকে হত্যা করার চেষ্টা তার জন্য একটি পরবাস্তব অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন সাক্ষাৎকারে।

ট্রাম্প জানান, রিপাবলিকান পার্টির সম্মেলনের জন্য বাইডেনের ভয়ংকর প্রশাসনের বিরুদ্ধে তিনি খুব কড়া ভাষায় তার বক্তব্য তৈরি করেছিলেন। কিন্তু হামলার ঘটনার পর তা পুনরায় আবার লিখেছেন। আগেরটি ছুড়ে ফেলে দিয়েছেন। কারণ ট্রাম্প দেশকে ঐক্যবদ্ধ করতে চান।

রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। ট্রাম্পের মঞ্চ থেকে প্রায় ১৩০ গজ দূরের একটি ছাদ থেকে হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন।-নিউইয়র্ক পোস্ট



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com