শিরোনাম |
শাকিবকে নয়, দুবাইয়ের শেখদের বিয়ে করতে চান মিষ্টি জান্নাত!
বিনোদন ডেস্ক:
|
![]() শাকিবকে নয়, দুবাইয়ের শেখদের বিয়ে করতে চান মিষ্টি জান্নাত! এবার আবারও খবরের শিরোনাম হলেন মিষ্টি জান্নাত। প্রসঙ্গ সেই ‘বিয়ে’! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চিত্রনায়িকা জানিয়েছেন তার বিয়ের পরিকল্পনা। বলেছেন, অর্থ আয়ের কথাও। বিয়ে নিয়ে পরিকল্পনায় মিষ্টি জান্নাত বলেন, ‘শাকিব খানকে বিয়ে করলে তো করা হয়ে যেত। আবার তাকে বিয়ে করলে দেখা যেত বিচ্ছেদও হতে পারে। কারণ অনেক নায়কের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এজন্যই ভাবছি আগামী বছরে বিয়ে করব। তিনি জানান, তার বিয়ের জন্য দেশ-বিদেশ থেকে অনেক প্রস্তাব আসছে। বিয়ে দেওয়ার জন্য তার মাও বারবার বলছে। মাকে দেওয়া নায়িকার উত্তরটি এমন- ‘তুমি যদি এখন আমার বিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে। ‘আমার ইচ্ছা, যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি, তাহলে দুবাইয়ের শেখদের করব। অন্যের স্বামী ও বয়ফ্রেন্ডদের টানাটানি করতে ভালো লাগে না, ওরা এমনিতেই আমার কাছে আসে বলেও জানান এই চিত্রনায়িকা। মিষ্টি জান্নাত বলেন, ‘আমি কষ্ট করতে ভালোবাসি। আমার যখন কাজ থাকে না, তখন কাজ খুঁজে বের করি। একাধিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে অনেক টাকা আয় করাই আমার লক্ষ্য। বিলিয়নিয়ার হওয়ার টেনশনে রাতে ঘুম হয় না। এত টাকা দিয়ে আপনি কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাব এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করব। সমাজে যারা গরিব মানুষ আছেন, তাদের সাহায্য করব। উল্লেখ্য, ঢালিউড সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মধ্যদিয়ে রুপালি পর্দায় পা রাখেন তিনি। এরপর কাজ করেছেন বেশ কিছু সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত্য চিকিৎসক। |