বুধবার ১৮ জুন ২০২৫ ১২:০৬:২৬ পিএম
শিরোনাম বান্দরবানে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজ       বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১১ ক্রিকেটার       স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় এভারকেয়ারে যাবেন খালেদা জিয়া       সিনেমা থেকে অরুণাকে জোর করে বাদ দেন রেখা!       এক দিনেই যেভাবে ইসরায়েলের ২৮টি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান!       অল্পের জন্য ১৫০ রানের মাইলফলক ছোঁয়া হলো না শান্তর       গাজার ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত      
মার্তিনেজকে বিশ্বের সেরা গোলকিপার বললেন মেসি
খেলা ডেস্ক:
Published : Saturday, 6 July, 2024
মার্তিনেজকে বিশ্বের সেরা গোলকিপার বললেন মেসি
লিওনেল মেসিকে শুধু তাঁর সতীর্থ বললে কম বলা হয়। মেসিকে হৃদয় দিয়ে ভালোবাসেন মার্তিনেজ। আর সেই ভালোবাসার কথা বলেছেন বহুবার। মেসিও সতীর্থের অকুণ্ঠ ভালোবাসার জবাবে সমর্থন এবং ভালোবাসাই জানিয়েছেন। এবার সেই মেসির মুখ থেকে বের হলো মার্তিনেজের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত কথাটি। গোলকিপার হিসেবে মার্তিনেজ নিজেকে যে উচ্চতায় দেখতে চান, মেসি তাঁকে সেখানেই বসিয়েছেন। বলেছেন, বিশ্বের সেরা গোলকিপার!

মার্তিনেজের সর্বশেষ কীর্তি নিশ্চয়ই জানা। গতকাল বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই ম্যাচে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনার জয়ের নায়ক হয়ে ওঠেন মার্তিনেজ।

নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। শুধু কোয়ার্টার ফাইনালই নয়, গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচেও দারুণ দুটি সেভ করেছিলেন মার্তিনেজ। আর্জেন্টিনা দলে ২০২১ সালে অভিষেকের পর থেকেই টাইব্রেকারে অজেয় এই গোলকিপার। জাতীয় দলের হয়ে চারটি টাইব্রেকার শুটআউটে দাঁড়িয়ে জিতেছেন সবই। এর মধ্যে গতকাল সর্বশেষ টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে প্রথম শটটি মিস করেছিলেন মেসি। পরে মার্তিনেজ দুটি সেভ করে জিতিয়ে দেওয়ায় রক্ষা পেয়েছে মেসির শিরোপা ধরে রাখার স্বপ্ন।

সেমিফাইনালে ওঠার পর স্বাভাবিকভাবেই মার্তিনেজকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন মেসি। জড়িয়েও ধরেছেন তাঁকে। সংবাদমাধ্যমে কথা বলার সময় প্রশংসায় ভাসিয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপে সেরা এই গোলকিপারকে।মার্তিনেজকে বিশ্বের সেরা গোলকিপার বললেন মেসি

পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করা এক পোস্টে মার্তিনেজকে বলেছেন বিশ্বের সেরা গোলকিপার, ‘আরও একটি কঠিন ধাপ এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা অনেক ভুগেছি। আমরা সেমিফাইনালে উঠেছি, সে জন্য সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের দলে আছে বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। এগিয়ে যাও আর্জেন্টিনা। 

ইনস্টাগ্রামে এই পোস্টের আগে টেক্সাসে ইকুয়েডরকে হারানোর পর সংবাদমাধ্যমেও মার্তিনেজের প্রশংসা করেন মেসি, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাঁকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে। বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিউ জার্সিতে সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com