শিরোনাম |
ফ্রান্সের নির্বাচনে ডানপন্থীদের উত্থান, মুসলিম কমিউনিটির মধ্যে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক:
|
![]() ফ্রান্সের নির্বাচনে ডানপন্থীদের উত্থান, মুসলিম কমিউনিটির মধ্যে উদ্বেগ ন্যাশনাল র্যালির সাফল্যে ফরাসি মুসলমানদের মধ্যে উদ্বেগ বেড়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মুসলিম সম্প্রদায়ের অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ২২ বছর বয়সী ফাতিমাতা বলেন, আমার মনে হচ্ছে ফরাসি জনগণ আমার সঙ্গে বেইমানি করছে। ফাতিমাতা হিজাব পরেন এবং তার পরিবার অভিবাসী। লে পেনের দলের প্রচারণা অনুযায়ী, তারা জনপরিসরে হিজাব নিষিদ্ধ করবে। ২৫ বছর বয়সী ইলিয়াস বলেন, ন্যাশনাল র্যালি ক্ষমতায় এলে অনেক মুসলিম ফ্রান্স ছাড়ার কথা ভাবছেন। তবে আমরা যদি সবাই চলে যাই, কে প্রতিরোধ করবে? আলজেরিয়ান বংশোদ্ভূত ছাত্র তিজিরি মেসাউডেন ন্যাশনাল র্যালির নীতির কারণে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তিনি বলেন, দ্বৈত নাগরিকদের কৌশলগত পদে চাকরি না দেওয়ার প্রতিশ্রুতি আমার পড়াশোনার কোনো দামই রাখবে না। রবিবার প্রথম ধাপের ভোটগ্রহণের পর ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ফলাফল ঘোষণা করে। ন্যাশনাল র্যালি পেয়েছে ৩৩ শতাংশ ভোট, বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে ২৮ শতাংশ, আর ম্যাক্রোঁনের এনসেম্বল অ্যালায়েন্স পেয়েছে ২০ শতাংশ। ন্যাশনাল র্যালি দলটি অভিবাসনবিরোধী ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচক হিসেবে পরিচিত। দলটির নেতৃত্বে রয়েছেন মেরিন লে পেনের শিষ্য জর্দান বারদেলা। ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫৭৭ আসনের মধ্যে ২৮৯ আসন প্রয়োজন। দ্বিতীয় ধাপের ভোট হবে ৭ জুলাই। ন্যাশনাল র্যালির সরকার গঠন ঠেকাতে ম্যাক্রোঁন অন্যান্য দলের সঙ্গে জোট গঠনের চেষ্টা করছেন।- আল জাজিরা |