শিরোনাম |
এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেণারশিপ-এর প্রথম সভা অনুষ্ঠিত
মোঃ মাহমুদুর রহমান (মিলন)
|
![]() এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেণারশিপ-এর প্রথম সভা অনুষ্ঠিত এফবিসিসিআই এর সভাপতি মাহবুব আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তিনি বলেন চাকুরিজীবী হওয়া সহজ কিন্তু উদ্যোক্তা হওয়া কঠিন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট উদ্যোক্তা হওয়ার বিশেষে উৎসাহ দেন। এবং এই কমিটির পরবর্তী মিটিংয়ে একচুয়েল উপস্থিত থাকার আশা ব্যক্ত করেন। এফবিসিসিআই এর সিনিয়র সহ সভাপতি আমিন হেলালী উক্ত সভায় উপস্থিত থেকে বলেন, আমরা কি নিয়মের মধ্যে ছিলাম বা এখনো কি পুরোপুরি নিয়মের মধ্যে আছি। আমরা হযবরল ভাবেই এতদূর এসেছি। আমার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নই কিন্তু আমাদের আছে বিশাল মানবসম্পদ। ২০৩০ সালের মধ্যে আমাদের দেশ হবে বিশাল আকারের কনজ্যুমার মার্কেট। সেই লক্ষে আমাদের তরুণ ও যুব সমাজকে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, যেন তারা স্টিব জবস এর মতো সারাবিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে। ![]() এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেণারশিপ-এর প্রথম সভা অনুষ্ঠিত FBCCI standing committee on Youth Entrepreneurship এর চেয়ারম্যান, ঢাকা রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক সজিবুল আল রাজিব তার চমৎকার ও আন্তরিক সভাপতিত্বে সভাটি দুপুর তিনটা থেকে প্রায় সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত স্থায়ী হয় এবং মুক্ত আলোচনায় অংশ গ্রহণের আগ্রহের প্রেক্ষিতে কমিটির সদস্যদের পরবর্তীতে আরো বেশি সময় নিয়ে আগামী সভা করার কথা দেন। মুক্ত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Youth Entrepreneurs দের আগামীতে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলায় উপযুক্ত করে তোলার জন্য একটি যুগোপযোগী প্রেজেন্টেশন তুলে ধরেন। এছাড়াও মুক্ত আলোচনায় বাংলাদেশে কেমিক্যাল ব্যবসার উন্নয়নে একটি কেমিক্যাল ইন্সটিটিউট করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সকল জেলায় হাইটেক পার্ক করার দাবী করা হয়। ইউথ চেম্বার করার যায় কিনা সে বিষয়ে আহ্বান করা হয়। ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের বাঁচাতে এসএমই’র জন্য আলাদা মন্ত্রষালয় করার জোড় দাবী জানানো হয়। এবং নতুন উদ্যোক্তাদের স্বল্প মূল্যে জমি বরাদ্দ দেয়ার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে। FBCCI standing committee on Youth Entrepreneurship-এ উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক হাফেজ হারুন, নিয়াজ আলী চিশতী, ইসহাকুল হোসেন সুইট, সৈয়দ বখতিয়ার সহ অনেক জিবি মেম্বার। |