সোমবার ২১ এপ্রিল ২০২৫ ১৬:০৪:২০ পিএম
শিরোনাম পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া       আন্দোলনের ভিডিও করায় ‘লাঠিপেটা’ করছে অটোরিকশা চালকরা       জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার       ট্রাম্পের শুল্কযুদ্ধ: চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িংয়ের বিমান       দেশে ৮ হাজার চিকিৎসক সংকট রয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা       ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত       আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের      
এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেণারশিপ-এর প্রথম সভা অনুষ্ঠিত
মোঃ মাহমুদুর রহমান (মিলন)
Published : Sunday, 30 June, 2024
এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেণারশিপ-এর প্রথম সভা অনুষ্ঠিত

এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেণারশিপ-এর প্রথম সভা অনুষ্ঠিত

গতকাল রবিবার ৩০ জুন ২০২৪, এফবিসিসিআই মতিঝিল কার্যালয়ে FBCCI Standing committee on Youth Entrepreneurship এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। 
এফবিসিসিআই এর সভাপতি মাহবুব আলম  ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তিনি বলেন চাকুরিজীবী হওয়া সহজ কিন্তু  উদ্যোক্তা হওয়া কঠিন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট উদ্যোক্তা হওয়ার বিশেষে উৎসাহ দেন। এবং এই কমিটির পরবর্তী মিটিংয়ে একচুয়েল উপস্থিত থাকার আশা ব্যক্ত করেন। 
এফবিসিসিআই এর সিনিয়র সহ সভাপতি আমিন হেলালী উক্ত সভায় উপস্থিত থেকে বলেন, আমরা কি নিয়মের মধ্যে ছিলাম বা এখনো কি পুরোপুরি নিয়মের মধ্যে আছি। আমরা হযবরল ভাবেই এতদূর এসেছি। আমার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নই কিন্তু আমাদের আছে বিশাল মানবসম্পদ। ২০৩০  সালের মধ্যে আমাদের দেশ হবে বিশাল আকারের কনজ্যুমার মার্কেট। সেই লক্ষে আমাদের তরুণ ও যুব সমাজকে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, যেন তারা স্টিব জবস এর মতো সারাবিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে।
এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেণারশিপ-এর প্রথম সভা অনুষ্ঠিত

এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেণারশিপ-এর প্রথম সভা অনুষ্ঠিত

FBCCI Standing committee on Youth Entrepreneurship এর ডাইরেক্টর ইন চার্জ ছিলেন এফবিসিসিআই এর সর্বকনিষ্ঠ পরিচালক কাওসার আহমেদ। তিনি বলেন আজকের এই কমিটির কাজ হলো আলোচনার মাধ্যমে Youth Entrepreneurs  হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও সম্ভাবনাগুলো খুঁজে বের করা। এবং তরুণ উদ্যোক্তাদের  ফাইন্যান্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য লাইসেন্স প্রাপ্তি গুলো সহজতর করার বিষয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। 
FBCCI standing committee on Youth Entrepreneurship এর চেয়ারম্যান, ঢাকা রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক সজিবুল আল রাজিব তার চমৎকার ও আন্তরিক সভাপতিত্বে সভাটি দুপুর তিনটা থেকে প্রায় সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত স্থায়ী হয় এবং মুক্ত আলোচনায় অংশ গ্রহণের আগ্রহের প্রেক্ষিতে কমিটির সদস্যদের পরবর্তীতে আরো বেশি সময় নিয়ে আগামী সভা করার কথা দেন।
মুক্ত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Youth Entrepreneurs  দের আগামীতে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলায় উপযুক্ত করে তোলার জন্য একটি যুগোপযোগী প্রেজেন্টেশন তুলে ধরেন। এছাড়াও মুক্ত আলোচনায় বাংলাদেশে কেমিক্যাল ব্যবসার উন্নয়নে একটি কেমিক্যাল ইন্সটিটিউট করার প্রয়োজনীয়তা  তুলে ধরা হয়। সকল জেলায় হাইটেক পার্ক করার দাবী করা হয়। ইউথ চেম্বার করার যায় কিনা সে বিষয়ে আহ্বান করা হয়। ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের বাঁচাতে এসএমই’র জন্য আলাদা মন্ত্রষালয় করার জোড় দাবী  জানানো হয়। এবং নতুন উদ্যোক্তাদের স্বল্প মূল্যে জমি বরাদ্দ দেয়ার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে।
FBCCI standing committee on Youth Entrepreneurship-এ উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক হাফেজ হারুন, নিয়াজ আলী চিশতী, ইসহাকুল হোসেন সুইট, সৈয়দ বখতিয়ার সহ অনেক জিবি মেম্বার।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com