শিরোনাম |
চ্যাম্পিয়ন ভারতকে আইসিসি দিয়েছে ২০ কোটি রুপি, বিসিসিআই রোহিতদের দিচ্ছে ১২৫ কোটি
খেলা ডেস্ক:
|
![]() চ্যাম্পিয়ন ভারতকে আইসিসি দিয়েছে ২০ কোটি রুপি, বিসিসিআই রোহিতদের দিচ্ছে ১২৫ কোটি ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে ভারতের বিসিসিআই সবচেয়ে বেশি অর্থের মালিক। খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য বেতন-বোনাসে ব্যয় এবং টিভি সম্প্রচার স্বত্ব ও আইসিসি থেকে আয়ের অঙ্কে যা বিভিন্ন সময়ে স্পষ্ট হয়ে উঠেছিল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর সেটা ফুটে উঠল আরও একবার। বার্বাডোজে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে বিশ্বকাপ জয়ের এক দিন পরই জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বোর্ডের পক্ষ থেকে ঘোষণাটি দেন, ‘আমি আনন্দচিত্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ প্রতিভা, প্রত্যয় ও খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়েছে। এই অনন্যসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই। এবারের বিশ্বকাপের জন্য আইসিসি মোট অর্থ পুরস্কার রেখেছিল ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে শিরোপাজয়ী ভারত ২৮ কোটি ৭৬ লাখ ও রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ১৫ কোটি ২ লাখ টাকা পেয়েছে। সুপার এইটে উঠে একটি ম্যাচও জিততে না পারা বাংলাদেশও সাড়ে ৪ কোটি টাকা পেয়েছে। |