শিরোনাম |
রাশেক রহমান বিশ্বখ্যাত মারকুইস পাম্পের বাংলাদেশের আইনি প্রতিনিধি নিযুক্ত
অর্থ ও বাণিজ্য ডেস্ক:
|
![]() রাশেক রহমান বিশ্বখ্যাত মারকুইস পাম্পের বাংলাদেশের আইনি প্রতিনিধি নিযুক্ত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয়ক একটি চুক্তিপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বোরাক কনসালটেন্ট এন্ড লিগ্যাল সল্যুশনস এর স্বত্বাধিকারী রাশেক রহমান, মডার্ন ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন, এম.ই. এল গ্রূপের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ বায়জীদ গনি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |