শিরোনাম |
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ সৌম্য
নিজস্ব প্রতিবেদক :
|
![]() টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ সৌম্য অন্য দিকে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশের লক্ষ্য এ ম্যাচ জিতে সেরা আটের দৌড়ে অনেকখানিক এগিয়ে থাকা। এ লক্ষ্যে নিউইয়র্কের নাসাউ আন্তর্জতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। শ্রীলঙ্কার ম্যাচ থেকে আছে একটিই পরিবর্তন। সৌম্য সরকারের জায়গায় দলে এসেছেন জাকের আলী। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। অপরিবর্তিত আছে দক্ষিণ আফ্রিকা দল। দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান |