শিরোনাম |
গান্তজের পর এবার পদত্যাগ করলেন আইজেনকোট
আন্তর্জাতিক ডেস্ক:
|
ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করলেন ন্যাশনাল ইউনিটি পার্টির এমপি গাদি আইজেনকোট। যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে ন্যাশনাল ইউনিটি পার্টির প্রধান বেনি গান্তজ পদত্যাগ করার কিছু সময় পরেই আয়োজনকোট পদত্যাগ করেন। বেনি গান্তজের মতো আইজেনকোটও পদত্যাগপত্রে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। পরে তার কাছেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইজেনকোট বলেন, ‘আলোচনায় বাইরের দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে। অতএব, আমাদের সরকার ছাড়ার সময় এসেছে। এই পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়লেন, তেমনি কঠিন যুদ্ধের ভেতরে ইসরাইল আরো অনিশ্চিত অবস্থার মধ্যে পড়লো। |