শিরোনাম |
কখন-কোথায় হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, মাতাবেন কোন তারকারা
খেলা ডেস্ক:
|
![]() কখন-কোথায় হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, মাতাবেন কোন তারকারা উদ্বোধনী অনুষ্ঠান হবে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় দ্বিতীয় ম্যাচের আগে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের দুই ঘণ্টা আগে থেকে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে আর টসের আগ মুহূর্ত পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সে হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সময় জানা গেলেও উদ্বোধনী অনুষ্ঠানটি কেমন হবে, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আইসিসির দেওয়া পোস্টার অনুযায়ী ডিজে গান ব্যতীত উদ্বোধনী অনুষ্ঠানে মনে হয় না আর কিছু থাকছে। ডিজেদের মধ্যে থাকবেন ডেভিড রাডার, রবি বি, এরফান আলভেস, আনা ও আল্ট্রা। |