শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২:৫৮ পিএম
শিরোনাম মহম্মদপুরে ক্যাডেট কেয়ার এর শুভ উদ্বোদন        সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ ৯৩তম        বিক্ষোভ সমাবেশে যোগ দিতে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন গাজীপুরে       ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি: রিজভী       বেনজীরের ফাঁদে পা দেবেন না : জামায়াত আমির       বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত রয়েছে ভারতের মিডিয়া: প্রেস সচিব        খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ       
যেসব অভিনেতার সঙ্গে এখনও কাজ করতে আগ্রহী মোনালিসা
বিনোদন ডেস্ক
Published : Tuesday, 14 May, 2024
যেসব অভিনেতার সঙ্গে এখনও কাজ করতে আগ্রহী মোনালিসা

যেসব অভিনেতার সঙ্গে এখনও কাজ করতে আগ্রহী মোনালিসা

ঢাকার ছোট পর্দায় অন্যতম এক জনপ্রিয় নাম মোজেজা আশরাফ মোনালিসা। তবে দীর্ঘ দিন ধরেই থাকছেন প্রবাসে। মাঝে মাঝে দেশে ফিরলেও সেভাবে কাজেকর্মে দেখা যায় না তাকে। সম্প্রতি আবার দেশে এসেছেন তিনি। আর জানিয়েছেন এখনও কাজ করতে আগ্রহ আছে তার। মোশাররফ করিম, জাহিদ হাসানের সঙ্গে এক সময় নিয়মিত কাজ করা অভিনেত্রী এখনও তাদের সঙ্গে কাজ করতে চান বলে জানান।

মোনালিসার বলেন, ‘‘আমি সত্যিই ভাগ্যবতী যে আমি দেশের সেরা সেরা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। মোশাররফ করিম ভাই, জাহিদ ভাই- এদের সঙ্গে কাজ করাটা অন্যতম পাওয়া, এটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে এখনো কাজ করতে চাই, মানে আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে কাজ করতে চাই। দেখা যাক এখন কী হয়।’’

তিনি বলেন, ‘‘কোভিড-১৯ এর আগে আমি এসেছিলাম, এরপর আর আসা হয়নি। চিন্তা করেছি সবাইকে সারপ্রাইজ দেব।’’

দেশের টানেই ফেরা জানিয়ে তিনি আরও বলেন, ‘‘দেশে আসবো না কেনো? এটা তো আমার দেশে। মাঝে মাঝে আপনাদের জন্যই আসি। তবে একেবারে দেশে ফিরে আসার ইচ্ছে তো আছে। সেটা সম্ভব কি না, এখনো জানি না। এবার এসেছি কিছু দিন থাকব। আগামী ঈদের বেশকিছু কাজে করব। আসন্ন ঈদে বেশ কিছু নাটক টেলিফিল্মে আমাকে দেখা যাবে। ইতিমধ্যে এসব নিয়ে আলাপ শুরু হয়েছে। আর আমার কাজগুলো যে একটু আলাদা হবে সেটা নিশ্চিত করে বলতে পারি। যেহেতু আমার কাজ আপনারা দেখেছেন, আপনারা জানেন।’’

ভক্তদের মিস করেন জানিয়ে মোনালিসা বললেন, ‘‘আসলে আমি যদিও যুক্তরাষ্ট্রে বসবাস করছি। কিন্তু মনটা দেশেই পড়ে থাকে। আমি জানি এখানে আমার একটা বড় ভক্ত শ্রেণি রয়েছে। তারা আমার অনুপস্থিতিকে খেয়াল করে। আমিও তাদের মিস করি।’’

ফেসবুকে নিয়মিত সক্রিয় থাকা নিয়ে তিনি বলেন, ‘‘আমরা আগে এত বেশি প্রকাশ্য ছিলাম না। এখন সব ওপেন, সব স্বচ্ছ। কোনো সত্য লুকিয়ে রাখার সুযোগ নেই, কোনো লুকোচুরিরও সুযোগ নেই। এখন শিল্পী মানুষরাও ওপেন মাইন্ডেড। তাই সামাজিক মাধ্যমে যে তথ্য প্রকাশ করছেন বা দিচ্ছেন, এটা মোটেও খারাপ নয়।’’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com