শিরোনাম |
যেসব অভিনেতার সঙ্গে এখনও কাজ করতে আগ্রহী মোনালিসা
বিনোদন ডেস্ক
|
![]() যেসব অভিনেতার সঙ্গে এখনও কাজ করতে আগ্রহী মোনালিসা মোনালিসার বলেন, ‘‘আমি সত্যিই ভাগ্যবতী যে আমি দেশের সেরা সেরা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। মোশাররফ করিম ভাই, জাহিদ ভাই- এদের সঙ্গে কাজ করাটা অন্যতম পাওয়া, এটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে এখনো কাজ করতে চাই, মানে আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে কাজ করতে চাই। দেখা যাক এখন কী হয়।’’ তিনি বলেন, ‘‘কোভিড-১৯ এর আগে আমি এসেছিলাম, এরপর আর আসা হয়নি। চিন্তা করেছি সবাইকে সারপ্রাইজ দেব।’’ দেশের টানেই ফেরা জানিয়ে তিনি আরও বলেন, ‘‘দেশে আসবো না কেনো? এটা তো আমার দেশে। মাঝে মাঝে আপনাদের জন্যই আসি। তবে একেবারে দেশে ফিরে আসার ইচ্ছে তো আছে। সেটা সম্ভব কি না, এখনো জানি না। এবার এসেছি কিছু দিন থাকব। আগামী ঈদের বেশকিছু কাজে করব। আসন্ন ঈদে বেশ কিছু নাটক টেলিফিল্মে আমাকে দেখা যাবে। ইতিমধ্যে এসব নিয়ে আলাপ শুরু হয়েছে। আর আমার কাজগুলো যে একটু আলাদা হবে সেটা নিশ্চিত করে বলতে পারি। যেহেতু আমার কাজ আপনারা দেখেছেন, আপনারা জানেন।’’ ভক্তদের মিস করেন জানিয়ে মোনালিসা বললেন, ‘‘আসলে আমি যদিও যুক্তরাষ্ট্রে বসবাস করছি। কিন্তু মনটা দেশেই পড়ে থাকে। আমি জানি এখানে আমার একটা বড় ভক্ত শ্রেণি রয়েছে। তারা আমার অনুপস্থিতিকে খেয়াল করে। আমিও তাদের মিস করি।’’ ফেসবুকে নিয়মিত সক্রিয় থাকা নিয়ে তিনি বলেন, ‘‘আমরা আগে এত বেশি প্রকাশ্য ছিলাম না। এখন সব ওপেন, সব স্বচ্ছ। কোনো সত্য লুকিয়ে রাখার সুযোগ নেই, কোনো লুকোচুরিরও সুযোগ নেই। এখন শিল্পী মানুষরাও ওপেন মাইন্ডেড। তাই সামাজিক মাধ্যমে যে তথ্য প্রকাশ করছেন বা দিচ্ছেন, এটা মোটেও খারাপ নয়।’’ |