রোববার ২৩ মার্চ ২০২৫ ১৯:০৩:৫৩ পিএম
শিরোনাম একনেকে ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন        ৭১ ও ২৪ এক কাতারে আনতে রাজি নয় বিএনপি       স্ত্রীসহ সাবেক এমপি শিখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা       সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, ২ কোটি ৩২ লাখ টাকা ফ্রিজ       ম্যাচ জেতানো ইনিংসের পথে কোহলির অনন্য কীর্তি       দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, দুই দমকল কর্মীর মৃত্যু       ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, সরকারের সিদ্ধান্ত      
যেভাবে মুক্তির আগেই হাজার কোটি আয়ের দৌড়ে ‘পুষ্পা ২’
বিনোদন ডেস্ক:
Published : Tuesday, 23 April, 2024
যেভাবে মুক্তির আগেই হাজার কোটি আয়ের দৌড়ে ‘পুষ্পা ২’

যেভাবে মুক্তির আগেই হাজার কোটি আয়ের দৌড়ে ‘পুষ্পা ২’

উত্তেজনা শুরু হয়েছিল ৮ এপ্রিল। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের জন্মদিনের দিন। এদিন ভক্তদের জন্য বিশেষ উপহার দেন অভিনেতা। প্রকাশ হয় ‘পুষ্পা ২’–এর টিজার। মাত্র ১ মিনিট ৮ সেকেন্ডে তোলপাড় হয়ে যায় নেট দুনিয়া। মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। ইঙ্গিত দেয় ভারতের বক্স অফিসের ইতিহাস বদলে দিতেই আসছে এই সিনেমা।

সেই ইঙ্গিত থেকে ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির আগেই আয় করতে যাচ্ছে হাজার কোটি রুপি। যা ভারতীয় ইতিহাসে এর আগে মুক্তির আগে কোনোই সিনেমাই করতে পারিনি। এখন প্রশ্ন উঠতেই পারে কীভাবে এত অর্থ আয় করছে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যম কুইমুইর তথ্য মতে সিনেমাটি রেকর্ড ২০০ কোটি রুপিতে ‘পুষ্পা ২’ সিনেমার উত্তর ভারতের হল স্বত্ব বিক্রি হয়েছে। রেকর্ড মূল্যে সিনেমাটির উত্তর ভারতের হল স্বত্ব কিনেছেন ‘এএ’ ফিল্মস এর কর্ণধার অনিল থাদানি।

এ ছাড়া ইতিহাস গড়ে ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি বিক্রি হয়েছে ২৭৫ কোটি রুপি। এর আগে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছিল এস এস রাজমৌলির ‘আর আর আর’। এই দুই মাধ্যম থেকে সিনেমাটি ইতোমধ্যেই ৪৭৫ কোটি রুপি ঘরে তুলেছে। তবে ধারণা করা হচ্ছে মুক্তির আগে থিয়াটিক্যাল আয় আরও ১০০ কোটি রুপি বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আয় গিয়ে দাঁড়াবে ৫৭৫ কোটি রুপি। এ ছাড়া অডিও এবং স্যাটেলাইট রাইটস থেকে বিশাল অঙ্কের একটি অর্থ আসবে বলেও ধরনা দিয়েছে নির্মাতা। সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে সিনেমাটি মুক্তির আগেই ১০০০ কোটি আয় করবে অনেকটাই নিশ্চিত।

২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। সঙ্গে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন আল্লু।

দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন। তিন বছর পর আগামী ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’। মুক্তির আরও তিন মাস থাকলেও সিনেমাটি নিয়ে উত্তেজনার পারদ চড়েছে। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com