শিরোনাম |
দেশে গত একদিনে করোনায় আক্রান্ত আরও ৭০
নিজস্ব প্রতিবেদক :
|
সারাদেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন। বৃহস্পতিবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে এক হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১৬৯টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। গত একদিনে আক্রান্তদের মধ্যে ঢাকার ৬৪ জন, চট্টগ্রামের ৩ জন, সিলেটের দুইজন এবং কক্সবাজারের একজন। চলতি বছর এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৯ হাজার ৪১৭ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ জন। |