সোমবার ২১ এপ্রিল ২০২৫ ০১:০৪:২৩ এএম
শিরোনাম নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই       জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্ছুর।       গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না : ড. মাসুদ        প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন       রাষ্ট্রের দুই অঙ্গের সমমর্যাদায় বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান বিচারপতি       প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন       আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর      
দেশে ফিরেছেন জামালরা হামজা যাচ্ছেন ইংল্যান্ডে, বাকিরা ঈদ ছুটিতে
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 27 March, 2025
দেশে ফিরেছেন জামালরা
হামজা যাচ্ছেন ইংল্যান্ডে, বাকিরা ঈদ ছুটিতে
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে গতকাল বিকালে ঢাকায় ফিরেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়া। এদিন সকালে শিলং থেকে রওয়ানা করে গৌহাটি-কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকাল ৫টায় হযরত শাহজালাল আর্ন্তাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তারা। বাাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্বশীল সুত্রে জানা গেছে, বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এরপর সেখান থেকেই ঢাকার বাসায় চলে যান তিনি। সূত্রটি আরও জানায়, রাজধানীতে একদিন অবস্থানের পর লন্ডন যাবেন হামজা। আজ সকালেই লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। সেখানে পৌঁছে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিবেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার। জাতীয় দলের স্থানীয় খেলোয়াড়দের কেউ কেউ যোগ দেবেন নিজ ক্লাবের ক্যাম্পে। তবে বেশির ভাগই ঈদুল ফিতরের ছুটিতে কাটাতে যাবেন বাড়িতে। মঙ্গলবার শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ভালো খেলে অন্তত এক হালি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে বাংলাদেশ। লাল-সবুজ জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হওয়ায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জামাল ভূঁইয়াদের।

এর আগে ২০১৯ সালে কলকাতার সল্টলেকে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ জিততে জিততে ড্র করে ফিরেছিল বাংলাদেশ দল। এবার এশিয়ান কাপের বাছাইয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভালো ফুটবল খেলেও ভারতকে হারাতে পারেনি লাল-সবুজরা।
মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরর ও হংকং। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এ ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে। বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই হোম ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাফুফে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যে স্টেডিয়াম সংস্কার সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে বাফুফেকে। এই ম্যাচ খেলতে ফের ঢাকায় আসবেন হামজা।

এদিকে ভারত ম্যাচের জন্য গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এর কয়েকদিন আগে থেকেই স্থগিত হয় ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগের খেলা। দেড় মাস বিরতির পর দ্বিতীয় রাউন্ডের খেলা দিয়ে আগামী ১১ এপ্রিল থেকে ফের শুরু হবে বিপিএলের দ্বিতীয় লেগ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com