শিরোনাম |
দেশে ফিরেছেন জামালরা
হামজা যাচ্ছেন ইংল্যান্ডে, বাকিরা ঈদ ছুটিতে
নিজস্ব প্রতিবেদক :
|
![]() এর আগে ২০১৯ সালে কলকাতার সল্টলেকে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ জিততে জিততে ড্র করে ফিরেছিল বাংলাদেশ দল। এবার এশিয়ান কাপের বাছাইয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভালো ফুটবল খেলেও ভারতকে হারাতে পারেনি লাল-সবুজরা। মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরর ও হংকং। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এ ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে। বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই হোম ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাফুফে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যে স্টেডিয়াম সংস্কার সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে বাফুফেকে। এই ম্যাচ খেলতে ফের ঢাকায় আসবেন হামজা। এদিকে ভারত ম্যাচের জন্য গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এর কয়েকদিন আগে থেকেই স্থগিত হয় ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগের খেলা। দেড় মাস বিরতির পর দ্বিতীয় রাউন্ডের খেলা দিয়ে আগামী ১১ এপ্রিল থেকে ফের শুরু হবে বিপিএলের দ্বিতীয় লেগ। |