শিরোনাম |
ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা বুয়েনস আইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। তাদের চার গোলদাতা হলেন- হুলিয়ান আলভারেস, এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তের ও জুলিয়ানো সিমেওনে। এদিনই আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া গোলশূন্য ড্র করলে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়ে জায়গা পাকা হয়ে যায় আর্জেন্টিনার। পাঁচ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে খেলার টিকেট পেয়ে যায় তারা। পুরো ম্যাচে এদিন ব্রাজিলকে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। কিক অফের প্রথম দুই মিনিট তো তারা বলে স্পর্শই করতে পারেনি। চার মিনিটের (৩ মিনিট ৪৭ সেকেন্ড) মধ্যে আর্জেন্টিনাকে এগিয়ে নেন আলভারেস। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে যা তৃতীয় দ্রুততম। ৮ মিনিটের মাথায় স্কোরলঅইন ২-০ করে দেন ফের্নান্দেস। বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে রচিত হয়েছে নতুন ইতিহাস। এত দ্রুত কখনো দুই গোল হজম করেনি ব্রাজিল! বিপরীতে ব্রাজিলও তখনও বলার মতো কোনো আক্রমণই শানাতে পারেনি। ম্যাচের ২৬তম মিনিটে যে গোলটি তারা করে তাও আর্জেন্টিনা রক্ষণের হস্যকর ভুলে। বল নিয়ে দাঁড়িয়ে চিলেন ক্রিস্তিয়ান রোমেরো। তার ড্রিবলিংয়ের চেষ্টা ব্যর্থ করে ছুটে এসে কেড়ে নিয়ে ডান পায়ের জোরালো শটে ব্যবধান কমান মাথিয়াস কুনিয়া। জাতীয় দলের হয়ে এ ফরোয়ার্ডের প্রথম গোল এটি। ম্যাচে আর্জেন্টিনার পোস্টে ব্রাজিলের প্রথম ও একমাত্র শটও। ২০১৯ কোপা আমেরিকা সেমিফাইনালের পর আর্জেন্টিনার জালে ব্রাজিলের প্রথম গোলও! ৩৬তম মিনিটে আবার দুই গোলে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে এই যাত্রায় আলমাদার জোরাল শট অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক বেন্তো। পরের মিনিটেই স্কোরলাইন হয়ে যায় ৩-১। এনসো ফের্নান্দেসের মাপা ক্রস বক্সে পেয়ে চমৎকার ভলিতে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন মাক আলিস্তের। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয়বারের মতো প্রথমার্ধে তিন গোল হজম করল ব্রাজিল। প্রথম ২০০৫ সালের জুনে আর্জেন্টিনার মাটিতেই। দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ। মুরিলো, জোয়েলিনতন ও রদ্রিগোকে তুলে নিয়ে মাঠে নামান ওরচিজ, জোয়াও গোমেজ ও এন্দ্রিককে। এতেও ব্রাজিলের সাদামাটা পারফরম্যান্সে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো তাদের রক্ষণে হামলা দিতেই থাকে আর্জেন্টিনা। ৫৬তম মিনিটে আলমাদার শট পোস্টের ওপর দিয়ে চলে যায়, ৬১তম মিনিটে বক্সের ভেতর থেকে হেডে নিশ্চিত গোল মিস করেন নিকোলাস তালিয়াফিকো। ৬৮তম মিনিটে মিডফিল্ডার আলমাদাকে তুলে ফরোয়ার্ড জুলিয়ানো সিমেওনেকে নামান কোচ স্কালোনি। মাঠে নামার তিন মিনিটের মধ্যে দৃষ্টিনন্দন গোল উপহার দেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড; নিকোলাস তাগলিয়াফিকোর পাস বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন সিমেওনে। রাফিনিয়া চেষ্টা করেছেন। ফ্রি কিক থেকে বল মানব দেয়ালে মেরেছেন। পোস্টেও মেরেছেন। কিন্তু ম্যাচের আগে যে প্রতিশ্রুতির আগুন তিনি জ্বেলেছিলেন তা নেভাতে তেমন একটা তাগিদ দেখা যায়নি। ব্রাজিলও পারেনি আর্জেন্টিনাকে ধরে দিতে। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালাসহ নিয়মিত একাদশের আরও কয়েকজনকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের এই পর্বের দুই ম্যাচ খেলতে হলো আর্জেন্টিনাকে। চার দিন আগে উরুগুয়ের বিপক্ষে জিততে কষ্ট হলেও, ঘরের মাঠে আরও বড় চ্যালেঞ্জে নেমে হেসেখেলেই জয় তুলে নিল লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার বিপক্ষে এই নিয়ে ব্রাজিলের জয় খরা বেড়ে হলো পাঁচ ম্যাচ, এর মধ্যে চারটিই হেরেছে তারা। আর্জেন্টিনার বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ জিতেছিল সেই ২০১৯ সালের কোপা আমেরিকায়। লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সবার অঅগে উৎরে যাওয়া আর্জেন্টিনার পয়েন্ট ১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১। আরেক ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করা একুয়েডর ২৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান ২১ পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে আছে যথাক্রমে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। |