শিরোনাম |
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের ‘সীমান্ত গৌরবে’ শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক :
|
![]() মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের ‘সীমান্ত গৌরবে’ শ্রদ্ধা নিবেদন ২৬ মার্চ, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে বিজিবি মহাপরিচালক পিলখানায় এসে এই শ্রদ্ধাঞ্জলি জানান। তিনি বলেন, "মুক্তিযুদ্ধের বীর শহীদদের ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের অবদান চিরকাল মনে রাখা হবে।" শ্রদ্ধা নিবেদনকালে বিজিবির সুসজ্জিত একটি দল 'গার্ড অব অনার' প্রদান করে। এই দিনের অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুনিয়র কর্মকর্তারা, অন্যান্য পদবির সৈনিকরা এবং অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পর, দেশের সব বিজিবি ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে দেশবাসী ও জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিনটি স্মরণীয় হয়ে থাকে। |