শিরোনাম |
আর্জেন্টিনা ম্যাচের অপেক্ষায় সান্দ্রো
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আর্জেন্টিনা ম্যাচের অপেক্ষায় সান্দ্রো দলে নিয়মিত নন সান্দ্রো। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নশিপ জেতেন সান্দ্রো। দলটির হয়ে ২০১১ সালে জেতেন বিশ্বকাপ। ২০১২ লন্ডন অলিম্পিকসে জেতেন রূপা। জাতীয় দলের হয়ে ডাক পান ৭৪ ম্যাচে, খেলেন ৪০টিতে, গোল করেন দুটি। কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে ৭ বদলির মধ্যেও ছিলেন না তিনি। বেঞ্চে বসেই দেখেন পুরো ম্যাচ। ২০২২ বিশ্বকাপে সবশেষ দেশের হয়ে খেলা ফ্লামেঙ্গোর এই ডিফেন্ডার প্রথমবার খেলার মতো রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন ফের মাঠে নামার জন্য। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে তিনি বলেন, আশাকরি দারুণ এক লড়াই হবে সেদিন। আলেক্স সান্দ্রো বলেন, আমি মনে করি, ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে আকর্ষণীয় লড়াই হবে। যেটা আমি সবসময়ই বলি। আমি নিশ্চিত, আমার জন্য হবে বিশেষ। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নশিপ জেতেন সান্দ্রো। দলটির হয়ে ২০১১ সালে জেতেন বিশ্বকাপ। ২০১২ লন্ডন অলিম্পিকসে জেতেন রূপা। জাতীয় দলের হয়ে ডাক পান ৭৪ ম্যাচে, খেলেন ৪০টিতে, গোল করেন দুটি। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্জেন্টিনা। |