সোমবার ২১ এপ্রিল ২০২৫ ০১:০৪:০২ এএম
শিরোনাম নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই       জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্ছুর।       গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না : ড. মাসুদ        প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন       রাষ্ট্রের দুই অঙ্গের সমমর্যাদায় বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান বিচারপতি       প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন       আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর      
যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৪
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 March, 2025
যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৪

যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৪

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের লাস ক্রুসেস শহরের একটি পার্কে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাতে পার্কে ঘটে যাওয়া এই ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। হামলায় নিহতরা দুজন ১৯ বছর বয়সী তরুণ এবং এক ১৬ বছর বয়সী কিশোর।

ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০টার দিকে, যখন শহরের ইয়াং পার্ক এলাকায় একটি অননুমোদিত গাড়ি প্রদর্শনী চলছিল। এ সময় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি শুরু হয়। গুলির খোসা ৫০-৬০টি পাওয়া গেছে। হামলার সময় পার্কে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। গোলাগুলির ফলে তিনজন প্রাণ হারান এবং ১৪ জন আহত হন, যাদের মধ্যে সাতজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো হাসপাতালে পাঠানো হয়েছে।

লাস ক্রুসেসের মেয়র এরিক এনরিকেজ এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে বলেন, এটি শহরের জন্য একটি মর্মান্তিক ঘটনা এবং এ ধরনের সহিংসতার কোনো স্থান তাদের সম্প্রদায়ে নেই। পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় আহত চারজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


এফবিআই এবং যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্তে অংশ নিচ্ছেন। নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করা বৈধ হলেও, গোপনে বহনের জন্য অনুমতির প্রয়োজন। তবে, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো আইনসম্মতভাবে বহন করা হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি।

এ ঘটনা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠিয়েছে এবং এটি এক ভয়াবহ সহিংসতার প্রমাণ। লাস ক্রুসেস শহরের প্রশাসন আশা করছে, তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।


এ হামলার পর স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে বলা হয়েছে। পুরো শহর এখন এক সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে এবং এখানকার বাসিন্দারা নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন। তথ্যসূত্র : ইউএনবি, বিবিসি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com