শিরোনাম |
কমলা, হিলারিদের বিরুদ্ধে যেভাবে প্রতিশোধ নিলেন ট্রাম্প!
নিজস্ব প্রতিবেদক :
|
![]() কমলা, হিলারিদের বিরুদ্ধে যেভাবে প্রতিশোধ নিলেন ট্রাম্প! ফেব্রুয়ারিতে ট্রাম্প ঘোষণা দিয়ে বলেছিলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ক্লিয়ারেন্স বাতিল করছেন। সর্বশেষ ঘোষণায় তিনি নিশ্চিত করেছেন যে, বাইডেন পরিবারের যেকোনও সদস্যেরও নিরাপত্তা ক্লিয়ান্সে বাতিল করছেন তিনি। এ বিষয়ে এক স্বারকে ট্রাম্প বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি নিম্নবর্ণিত ব্যক্তিরা গোপনীয় (বা ক্লাসিফায়েড) তথ্য জাতীয় নিরাপত্তার জন্য আর পাবেন না। উল্লেখ্য, ডেমোক্রেট জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে তখনকার (সাবেক) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকটি মামলায় আদালতে দৌড়াতে হয়েছে। কোনও কোনও মামলায় তাকে অভিযুক্ত করে জরিমানা করা হয়েছে। কিন্তু দিন বদলে গেছে। এখন ট্রাম্প প্রেসিডেন্ট। জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট। ফলে তার ওপর কি ট্রাম্প ওই সব হয়রানির বদলা নিচ্ছেন! বিশ্লেষকদের অনেকেই তেমনটা মনে করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সৌজন্যবশত নিরাপত্তা ক্লিয়ারেন্স পেয়ে থাকেন। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের পক্ষে কাজ করেছিলেন এমন অভিযোগে এর আগে কমপক্ষে চার ডজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ক্লিয়ারেন্স তুলে নেন ট্রাম্প। প্রসঙ্গত, ২০২১ সালে পরাজিত প্রার্থী ট্রাম্পের তখনকার ক্ষুব্ধ আচরণের কথা উল্লেখ করে তাকে গোয়েন্দা ব্রিফিং সুবিধা বাতিল করেন জো বাইডেন। সূত্র: বিবিসি |