শিরোনাম |
জার্মানির বিপক্ষে কালাফিওরিকে পাচ্ছে না ইতালি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() জার্মানির বিপক্ষে কালাফিওরিকে পাচ্ছে না ইতালি ২২ বছর বয়সী এই ফুটবলারের ছিটকে যাওয়ার কথা শুক্রবার জানায় ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফআইজিসি)। ঘরের মাঠে প্রথম লেগে বৃহস্পতিবার জার্মানির বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে পা পিছলে পড়ে বাঁ হাটুতে চোট পান কালাফিওরি। এফআইজিসি বিবৃতিতে জানায়, দ্রুতই আর্সেনালে ফিরে যাবেন তিনি। প্রথম লেগে খেলতে পারেননি ইতালির স্ট্রাইকার মাতেও রেতেগি। এবার তারা হারালো কালাফিওরিকেও। |