শিরোনাম |
আ.লীগকে নির্বাচনের বাইরে রাখার দাবি খেলাফত মজলিসের
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আ.লীগকে নির্বাচনের বাইরে রাখার দাবি খেলাফত মজলিসের শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি জানান, কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১৪০টিতে দলটি একমত হয়েছে, ১০টি সুপারিশে আপত্তি জানিয়েছে এবং ১৫টি বিষয়ে আংশিক সম্মতি রয়েছে। একটি ইস্যুতে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন বলে মত দিয়েছেন তারা। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংলাপের সূচনা হয়েছিল গত বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দফায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাদের মতামত তুলে ধরে। এরপর শনিবার সকালে খেলাফত মজলিসের সঙ্গে সংলাপে বসে কমিশন। খেলাফত মজলিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব আহমদ আবদুল কাদের, আর কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলী রিয়াজ। সংলাপে খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন ব্যবস্থার সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ১০ মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। দলটি উল্লেখ করে, ন্যায়বিচার নিশ্চিত না করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে জনগণের রায়ের প্রতি অবিচার করা হবে। জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরও রাজনৈতিক দল সংলাপে অংশ নেবে। কমিশনের লক্ষ্য হলো একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা, যা দেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়ক হবে। |