সোমবার ২১ এপ্রিল ২০২৫ ০১:০৪:০০ এএম
শিরোনাম নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই       জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্ছুর।       গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না : ড. মাসুদ        প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন       রাষ্ট্রের দুই অঙ্গের সমমর্যাদায় বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান বিচারপতি       প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন       আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর      
আ.লীগকে নির্বাচনের বাইরে রাখার দাবি খেলাফত মজলিসের
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 22 March, 2025
আ.লীগকে নির্বাচনের বাইরে রাখার দাবি খেলাফত মজলিসের

আ.লীগকে নির্বাচনের বাইরে রাখার দাবি খেলাফত মজলিসের

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এবার অংশ নিয়েছে খেলাফত মজলিস। দলটি নির্বাচন-সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে তাদের মতামত উপস্থাপন করেছে। বিশেষ করে, আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে তারা।

শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি জানান, কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১৪০টিতে দলটি একমত হয়েছে, ১০টি সুপারিশে আপত্তি জানিয়েছে এবং ১৫টি বিষয়ে আংশিক সম্মতি রয়েছে। একটি ইস্যুতে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন বলে মত দিয়েছেন তারা।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংলাপের সূচনা হয়েছিল গত বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দফায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাদের মতামত তুলে ধরে। এরপর শনিবার সকালে খেলাফত মজলিসের সঙ্গে সংলাপে বসে কমিশন। খেলাফত মজলিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব আহমদ আবদুল কাদের, আর কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলী রিয়াজ।

সংলাপে খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন ব্যবস্থার সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ১০ মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। দলটি উল্লেখ করে, ন্যায়বিচার নিশ্চিত না করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে জনগণের রায়ের প্রতি অবিচার করা হবে।

 

জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরও রাজনৈতিক দল সংলাপে অংশ নেবে। কমিশনের লক্ষ্য হলো একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা, যা দেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়ক হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com