শিরোনাম |
আলমাদার চোখধাঁধানো গোলে আর্জেন্টিনার জয়
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আলমাদার চোখধাঁধানো গোলে আর্জেন্টিনার জয় দক্ষিণ আমেরিকা আঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শনিবার সকালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে ম্যাচের ৬৮তম মিনিটে গোলটি করেন আলমাদা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পোক্ত করল বিশ্ব চ্যাম্পিয়নরা। আসছে ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হবে ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে খেলা। আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল। ১৯০২ সালের জুলাইয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম গোলটি এই মন্টেভিডিওতে, এই উরুগুয়ের বিপক্ষেই! ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ছয়টি শট নেয় উরুগুয়ে, এর দুটি ছিল লক্ষ্যে। অন্য দিকে আর্জেন্টিনার ১২ শটের চারটি ছিল লক্ষ্যে। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালাসহ বেশ কয়েকজনের অনুপস্থিতিতে আক্রমণে শক্তি হারানো আর্জেন্টিনাকে শুরু থেকে চেপে ধরে উরুগুয়ে। সফরকারীদের মিডফিল্ডাররা তো বটেই ফরোয়ার্ড আলমাদাও অনেকটা নিচে নেমে রক্ষণে সহায়তা করেন। তবে গোলের পরিস্কার সুযোগ বেশি তৈরি করে আর্জেন্টিনাই। শেষ বাঁশি বাজার পরও ১১ জন নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টিনা। যোগ করা সময়ে ৫ মিনিটের মাথায় অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জিউলিয়ানো সিমিওনের বদলি নামা নিকো গঞ্জালেস। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় একুয়েদর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের বিপক্ষে আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। এদিন ড্র করলেও মূল পর্বের টিকেট পেয়ে যাবে আর্জেন্টিনা। আবার নিজেদের পরের ম্যাচে বলিভিয়া (১৩) পয়েন্ট হারালেই নিশ্চিত হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা। ২০ পয়েন্ট নিয়ে চার ও পাঁচে যথাক্রমে উরুগুয়ে ও প্যারাগুয়ে। টানা তিন হারে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া। |