শিরোনাম |
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে নেই আলিসন, যুক্ত হলেন গোমেজ-ওয়েভের্তন
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে নেই আলিসন, যুক্ত হলেন গোমেজ-ওয়েভের্তন বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি নূন্যতম ড্র করতে পারলেই ২০২৬ বিশ্বকাপের টিকেট পেযে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে পাওয়া জয়ের ম্যাচে চোট পেয়ে আলিসনের সঙ্গে ছিটকে যান জেহসনও। কার্ডের খাড়ায় পরের ম্যাচে খেলতে পারবেন না গাব্রিয়েল মাগালিয়াইস ও ব্রুনো গিমারাইস। নেইমার ছিটকে গেছেন আগেই। ডাক পাওয়া চার ফুটবলার ছিলেন প্রাথমিক দলে। সেখান থেকে যুক্ত হলেন মূল স্কোয়াডে। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্জেন্টিনা। |